Tax on Gold Exchange: আপনি যখনই আপনার পুরনো সোনার গয়না বিক্রি করে তার বদলে নতুন সোনার গয়না (Gold Jewellery) কিনছেন, তার মানেই আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স (Gold Exchange) দিতে হবে। পুরনো গয়না বিক্রি করে নতুন গয়না কিনলেও আপনাকে কর দিতে হবে, কারণ গয়না বিক্রি মানেই তা ক্যাপিটাল গেইনের (Income Tax) আওতায় পড়ে।
ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে
২০২৪ সালের পূর্ণাঙ্গ বাজেটে নির্মলা সীতারামন ক্যাপিটাল গেইনের কিছু নিয়মে বদল এনেছেন। এই নতুন নীতির অধীনে কোনো নন ফিনান্সিয়াল সম্পদ যদি কেনার ২ বছর বা তার বেশি সময় পরে বিক্রি করা হয় তবে তাতে ইনডেক্সেশন ছাড়াই ১২.৫ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। ২ বছরের কম সময়ের মধ্যে সেই সম্পত্তি বিক্রি করলে তা স্বল্পমেয়াদি ক্যাপিটাল গেইম ট্যাক্সের আওতায় পড়ে। এই ট্যাক্স আপনার উপার্জনের যে ট্যাক্স স্ল্যাব তার মধ্যেই ধার্য হবে। কোনো সম্পত্তি কেনার সময় আপনি চাইলে আয়করের আওতায় কিছু ছাড় পেতে পারেন। আয়কর আইনের ৫৪এফ ধারা অনুযায়ী কোনও সম্পত্তি বিক্রি করে যদি নতুন কিছু কেনা হয়, সেক্ষেত্রে ব্যক্তি কিছু ছাড় পেতে পারেন আয়করের ক্ষেত্রে। তবে সোনা বা গয়না বিক্রি (Gold Exchange) করে অন্য কিছু কিনলে বা আবার সোনা কিনলে তা কিন্তু এই নিয়মের আওতায় পড়বে না। সেক্ষেত্রে গয়না বিক্রির টাকাকে ক্যাপিটাল গেইন (Income Tax) হিসেবেই দেখা হবে এবং তার উপর কর আরোপ হবে।
ধরা যাক আপনি ২ বছর আগে কিনে রাখা সোনা এখন বিক্রি করলেন এবং আপনার ক্যাপিটাল গেইন হল ৫০ হাজার টাকা। এক্ষেত্রে আপনাকে ১২.৫ শতাংশ হারে ৬২৫০ টাকা কর দিতে হবে এবং এর সঙ্গে অতিরিক্ত দিতে হবে ৪ শতাংশ সেস (CESS) অর্থাৎ ২৫০ টাকা। ৫০ হাজার টাকা পেলে তা থেকে ৬৫০০ টাকা দিতে হবে কর। আবার নতুন সোনা কেনার সময়েও আপনাকে ৩ শতাংশ জিএসটি দিতে হবে। এক্ষেত্রে কোনও কর ছাড় পাওয়া যাবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gold Silver Price: কালীপুজোতে সোনার দাম কী বদল ? আজ কিনলে সস্তায় পাবেন ? দেখুন রেটচার্ট