কলকাতা: নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়ি ঘেরাওয়ের (Gherao) পাল্টা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Residence) বাড়ি ঘেরাওয়ের হুঙ্কার দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (BJP Leader Sukanta Majumdar)। বললেন, 'বাড়ি ঘেরাওয়ের রাজনীতি তৃণমূল বন্ধ না করলে ৪৮ ঘণ্টার মধ্যে অভিষেকের বাড়ি ঘেরাও হবে। তৃণমূলের দ্বিগুণ জমায়েত করে ঘেরাও করা হবে অভিষেকের বাড়ি।'
কী বললেন সুকান্ত?
রাজ্য বিজেপি সভাপতির কথায়, 'এই ধরনের রাজনীতির তীব্র বিরোধিতা করছি। কারণ আমরা রাজনীতি করলেও আমাদের বাড়ির লোকেরা রাজনীতি করেন না। কিন্তু এই যে পরিবারকে ব্যতিব্যস্ত করা, যেমন নিশীথ প্রামাণিকের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তাদের আতঙ্কিত করার এই নোংরা রাজনীতি বন্ধ না হলে আমরা বাধ্য হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করব। ...৪৮ ঘণ্টার মধ্যে করব। এই নোংরা রাজনীতি বন্ধ করতে করব।' পাল্টা দিয়েছে তৃণমূলও।
সরব তৃণমূল...
শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, 'বেশি বাড়াবাড়ি করলে স্বাস্থ্যসাথীর কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন। হাত-পা ভেঙে বিনামূল্য়ে চিকিৎসা করে ফেরত দিয়ে দেওয়া হবে।' তবে সঙ্গে জানিয়েছেন, তৃণমূল কখনই বাড়ি ঘেরাও স্তরের ব্যক্তিগত রাজনীতি করে না। সমর্থনও করে না। সঙ্গে প্রশ্ন, 'সুকান্ত মজুমদার সাধু সাজছেন?ভুলে গেলেন অভিষেকের স্ত্রী, তাঁর আত্মীয়,এমনকি তাঁর শিশুকে নিয়েও ট্যুইট করা?...আপনারা বলছেন এর পর অভিষেকের স্ত্রীর কাছেও যাবে, এবার অভিষেকের বাড়িতেও যাবে, তখন মনে ছিল না?...আপনাদের শাখা সংগঠন সিবিআই, ইডি-কে অঙ্ক কষে কষে আপনারা পাঠিয়েছেন। আর নিশীথ প্রামাণিক দেশের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী। যেখানে বিএসএফ কুৎসিত ভাবে গুলিবর্ষণ করে যাঁকে মেরেছে, তার পায়েই ১৮০টি গুলি লেগেছে। বীভৎস ক্ষত। এখন কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার জন্যই হয়েছে এটা। আর বাড়ির রাজনীতি? মুখ্যমন্ত্রীর পরিবার ও অভিষেকের পরিবার, এমনকি তাঁর স্ত্রী ও সন্তানকেও আপনারা বাদ দেননি।' প্রসঙ্গত যে ঘটনা নিয়ে এই তরজা তার কেন্দ্রে রয়েছে কোচবিহারে এক রাজবংশী যুবকের মৃত্যু। অভিযোগ, বিএসএফের গুলিতেই মারা গিয়েছেন ওই যুবক। সেই ঘটনার প্রতিবাদে আজ অমিত শা-র ডেপুটি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, এরপরেই ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাড়ির সামনে টহল দিচ্ছে রাজ্য পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে সকাল ৬টা থেকে প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ভেটাগুড়ি এলাকাও পুলিশে ছয়লাপ। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির দেড়শো মিটার দূরেই বাঁধা হয়েছে তৃণমূলের মঞ্চ। মঞ্চের পাশের রাস্তা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তৃণমূলের সভায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক-সহ নেতাদের থাকার কথা রয়েছে।
আরও পড়ুন:এটিএম কার্ডেই থাকে ১০ লক্ষ টাকার বিমা ! দাবি আদায়ে লাগে এই কাগজপত্র