কলকাতা: বিজেপি বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কেন ? কী আছে এই ছবিতে ? অতীতেও এমন দৃশ্য দেখা গিয়েছিল। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস ছবির সময়। দলে দলে সিনেমা হলে ঢুকেছিলেন বিজেপির নেতা-মন্ত্রীরা। দ্য কেরালা স্টোরি-র ক্ষেত্রেও ফিরেছিল এই দৃশ্য।
'দ্য সবরমতী রিপোর্ট' প্রশংসা মোদির মুখেও, কী আছে এই ছবিতে ?
বিক্রান্ত মেসি অভিনীত 'দ্য সবরমতী রিপোর্ট' এর প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত ছবিটি দাঁড়িয়ে রয়েছে ২০০২ সালের একটি ঘটনার উপর। সে বছর গুজরাতের গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে আগুন লেগেছিল। ২৭ ফেব্রুয়ারি ওই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল বহু মানুষের। যারা অযোধ্যায় করসেবা করে ফিরছিলেন। এদিকে এরপরেই গুজারাতে শুরু হয়েছিল দাঙ্গা।
গুজরাতে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি, ঠিক কী হয়েছিল ?
গুজরাতে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। সেসময় রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ যাদব। সবরমতী এক্সপ্রেসের মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। ২০০৪ সালে প্রকাশ্যে এসেছিল রিপোর্ট। যেখানে 'অগ্নিকাণ্ড'-কে দুর্ঘটনা বলা হয়েছিল। তবে এখানেই বিষয়টা থেমে থাকেনি। গুজরাত সরকারের তৈরি নানাবতী মেহতা কমিশন অন্য দাবি তোলে। ২০০৮ সালে তাঁদের দাবি তুলে জানিয়েছিল, 'ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ' করা হয়েছিল ওই ট্রেনে। আর এখানেই বিতর্কের শুরু। সেই ইস্যু নিয়েই তৈরি হয়েছে 'দ্য সবরমতী রিপোর্ট'।
বিজেপি বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু
জানা গিয়েছে, এদিন বিজেপি বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গিয়েছেন বিরোধী দলনেতা। সল্টলেক সিটি সেন্টারে বিক্রান্ত মেসি অভিনীত 'সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে যান বিজেপি বিধায়করা। প্রায় ৫০ জন বিজেপি বিধায়ককে নিয়ে সিনেমা দেখতে যান শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার জামিন, কলকাতার বাইরে যেতে নিষেধ
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।