কলকাতা: রাজ্যের (West Bengal) পরিস্থিতি স্বাভাবিক। অশান্তির অভিযোগে ২০০-রও বেশি গ্রেফতার। অশান্তিপ্রবণ এলাকায় পুলিশের টহলদারি চলছে। এখনও পর্যন্ত ৪২টি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজ্য পুলিশ তত্পর।’ সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমের (Javed Samim)।
কেন্দ্রীয় বাহিনীর সাহায্য: পয়গম্বর (Prophet) মন্তব্যে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্য নিয়ে পশ্চিমবঙ্গের (West Bengal) একাধিক জেলায় বিক্ষোভ-প্রতিবাদ-ভাঙচুরের ঘটনা ঘটেছে। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এই প্রসঙ্গে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) তরফে জানিয়ে দেওয়া হল যে রাজ্য চাইলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে।
হাইকোর্টের মন্তব্য: পয়গম্বর-মন্তব্য বিতর্কে এনআইএ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা হয়। অশান্তি নিয়ন্ত্রণে সেনা অথবা আধা সেনা মোতায়েনের দাবিতেও মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে এদিন হাইকোর্টের তরফে বলা হয়, ‘যদি মনে করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে’। এদিন রাজ্যের রিপোর্ট তলব করে এমন মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট।
শান্ত হচ্ছে পাঁচলা, এখনও থমথমে ধূলাগড়: উল্লেখ্য, পয়গম্বর সম্পর্কে বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের জেরে অশান্তির পর আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে হাওড়ার (Howrah) পাঁচলা (Panchla)। আজ সকালে দেখা গেল, পাঁচলা বাজার এলাকায় বিক্রেতাদের দোকান খুলতে অনুরোধ করছে পুলিশ (Howrah City Police)। ক্রেতাদের দাবি, টানা দোকানপাট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তাঁরা। খাবার জোটাতেই সমস্যায় পড়েছেন। তবে এখনও ছবিটা বদলায়নি ধূলাগড়ে। পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তবের আঁচ পড়েছে সেখানেও।
ধূলাগড়ে (Dhulagarh) এখনও বন্ধ বাজার, দোকানপাট! অশান্তির কারণে সেখানে এখনও বন্ধ বাজার, দোকানপাট। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, পুলিশ নিরাপত্তা না দিলে তাঁরা দোকান খুলবেন না। ব্যবসায়ীদের দাবি, একটি দোকানের চালে তাজা বোমা পড়ে রয়েছে। এখনও তা সরায়নি প্রশাসন।
আরও পড়ুন: Calcutta High Court: ‘যা ঘটেছে, তা ঘটা উচিত হয়নি, রাজ্য চাইলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে’, মন্তব্য কলকাতা হাইকোর্টের