মুম্বই: মাঠের লড়াইয়ের উত্তেজনা যেন মাঠের বাইরের লড়াইয়েও। আইপিএলের (IPL) মিডিয়া (Media) স্বত্ত্ব কে পাবে তা নিয়ে ২ দিন ধরে নিলাম পর্ব চলছে। বিসিসিআই সূত্র মারফৎ যে খবর উঠে আসছে, তাতে আগামী ৫ বছরের জন্য আইপিএলের স্বত্ত্বের মূল্য ছুঁতে পারে ৪৩,২৫৫ কোটির বেশি। যা আগের সব রেকর্ডকেই ছাপিয়ে যাচ্ছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত যা খবর, তাতে খুব সম্ভবত, টিভি স্বত্ত্ব পাচ্ছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। ২০১৭ সালের আগে সোনিতেই আইপিএল সম্প্রচারিত হত। গত ৬ বছর ধরে স্টার আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব কিনেছিল। ডিজিটাল স্বত্বের লড়াইটা চলছে হটস্টার ও সোনির অ্যাপ সোনি লিভের মধ্যে। উল্লেখ্য, ২০১৭ সালে স্টার যে দর দিয়েছিল তার থেকে প্রায় তিন গুণ বেশি দর উঠেছে প্রথম দিনের নিলামে।
এখনও পর্যন্ত সূত্রের খবর, যে প্যাকেজ 'এ' অর্থাৎ টেলিভিশনের সম্প্রচার স্বত্ত্বের জন্য পাঁচ বছরে দর উঠল ২৩,৫৭৫ টাকা। অর্থাৎ প্রতি ম্যাচ পিছু তা দাঁড়াচ্ছে ৫৭.৫ কোটি টাকা। অন্যদিকে প্যাকেজ 'বি' অর্থাৎ ডিজিটাল স্বত্ত্বের জন্য দর উঠল প্রায় ১৯,৬৮০ কোটি টাকা। অর্থাৎ প্রতি ম্যাচ পিছু তা দাঁড়াচ্ছে ৪৮ কোটি টাকা।
উল্লেখ্য, এবারের আইপিএলের সম্প্রচার স্বত্ত্বের নিলাম পর্বটিকে চারভাগে ভাগ করা হয়েছে। প্য়াকেজ এ-তে থাকছে ভারতে টিভির সম্প্রচার স্বত্ত্ব, প্যাকেজ বি-তে থাকছে ভারতে ডিজিটাল স্বত্ত্ব। প্যাকেজ সি-তে থাকছে প্লে অফ ম্যাচের সম্প্রচার স্বত্ত্ব ও শেষে প্য়াকেজ ডি-তে থাকছে বিদেশের মাটিতে সম্প্রচার স্বত্ত্ব।
আগামী তিন মরসুমে প্রতি বছর ৭৪টি ম্যাচ এবং শেষ দুই মরসুমে ৯৪টি ম্যাচ আয়োজন করা হবে। প্রতিটি প্যাকেজের একটি পৃথক ভিত্তি মূল্য রয়েছে, যার বিডিং পরে শুরু হবে। এই নিলামে সোনি ছাড়াও লড়াইয়ে ভায়াকম ১৮, ডিজনি-স্টার, সোনি এবং জি।
আরও পড়ুন: শাস্ত্রীয় বচন 'নো উমরান', কিন্তু কেন?