কলকাতা: জামাইষষ্ঠী উপলক্ষ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্ন এই বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের তরফে সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৫ মে জামাইষষ্ঠী উপলক্ষ্যে রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটি থাকবে। পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ছুটি থাকবে আগামী বৃহস্পতিবার। রাজ্য সরকারের সমস্ত দফতর এবং অধীনস্থ সংস্থাগুলির জন্যই এই ছুটি প্রযোজ্য।
এর আগেও কয়েকবার জামাইষষ্ঠীতে অর্ধ দিবস ছুটির ঘোষণা করা হয়েছিল। দুপুর দুটোর পর রাজ্য সরকারের সমস্ত কর্মীদের ছুটি ঘোষণা করা হয়েছিল। তারপর অর্ধ দিবসের বদলে পূর্ণ দিবস ছুটি দেওয়া হয়। ২০২১-এ পূর্ণ দিবস ছুটির ঘোষণা করা হয়েছিল। তবে এ বছর আর পূর্ণ দিবস নয়। অর্ধদিবস ছুটির কথাই জানানো হয়েছে। উল্লেখ্য ২০২১-এ এই সময়ে জারি ছিল করোনার বিধিনিষেধ। তাই জামাইষষ্ঠীর দিনের জন্যও নবান্নর তরফে জারি করা হয়েছিল একগুচ্ছ নির্দেশিকা।
কথাতেই আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। অর্থাৎ, সারা বছর কোনও কোনও আচার-অনুষ্ঠান-উৎসব লেগেই রয়েছে বাঙালির। তারই অন্যতম জামাইষষ্ঠী। ফি বছর বাংলার জ্যৈষ্ঠ মাসে দিনটি পালন করা হয়। এবারও সেইমতোই শ্বশুরবাড়িতে পাত পেড়ে ভূরিভোজ করবেন আদরের জামাইরা।
কবে রয়েছে জামাইষষ্ঠী ?
এবার জামাইষষ্ঠী রয়েছে আগামী বৃহস্পতিবার। অর্থাৎ, ১০ জ্যৈষ্ঠ (১৪৩০), ২৫ মে । আগের দিন রাত ৩ টে ২৮ মিনিটে ষষ্ঠী শুরু হয়ে থাকছে বিকাল ৪টা ৪১ মিনিট পর্যন্ত। আর ষষ্ঠীর দিন অর্থাৎ বৃহস্পতিবার শুভকর্মের সময় দুপুর ২টো ৫৩ মিনিট পর্যন্ত। কালবেলাদি শুরু হয়ে যাচ্ছে ২ টো ৫৩ মিনিটে, থাকবে সন্ধ্যা ৬টা ১২ মিনিট পর্যন্ত । অর্থাৎ, উপাচার পালনের উপযুক্ত সময় ২ টো ৫৩ মিনিটের মধ্যে। পরের দিন অর্থাৎ ১১ তারিখে বিকাল ৫টা ২৬ মিনিটে শেষ হবে ।