সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: কেশপুরে (Keshpur) সিপিএম (CPIM) পার্টি অফিসে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শিউলি সাহার (Siuli Saha) বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, পুলিশকে জানিয়ে লাভ হয়নি। পাল্টা মন্ত্রীর সাফাই, তাঁর সুগারের সমস্যা রয়েছে। তাই হাঁটতে বেরিয়েছিলেন। অস্বস্তি ঢাকতে এ ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার।
ঠিক কী ঘটেছে?
জনা পঞ্চাশেক লোক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জড়ো হলেন সিপিএম পার্টি অফিসের সামনে। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়েও গেলেন। ফেরার পথে তাঁরাই আবার সেই জায়গায় গিয়ে দাঁড়ালেন। জমায়েতের সামনে যিনি রয়েছেন, তিনি রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। পঞ্চায়েত ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সিপিএমের পার্টি অফিসে চড়াও হওয়ার অভিযোগ উঠল খোদ তৃণমূল সরকারের মন্ত্রীর বিরুদ্ধে।
সিপিএমের অভিযোগ, রবিবার সন্ধে ৭ টা নাগাদ জামশেদ আলি ভবনের সামনে তৃণমূল কর্মীরা জড়ো হয়। এরপর পার্টি অফিসে ঢুকে তাদের নেতা-কর্মীদের গালিগালাজ শুরু করে তৃণমূল কর্মীরা। এমনকী পার্টি অফিস বন্ধেরও হুঁশিয়ারি দেন শিউলি সাহা।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শিউলি সাহা। তৃণমূল বিধায়ক ও মন্ত্রী শিউলি সাহা বলেন, 'সুগার আছে, হাটতে বেরিয়েছিলাম, পার্টি অফিসের পাশ দিয়ে হেটেছি, পার্টি অফিসে ঢুকিনি।'
সামনে পঞ্চায়েত ভোট। তার আগে ২৭ মে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে এই ঘটনায় অস্বস্তিতে তৃণমূল। নেতৃত্ব জানিয়েছে, এ ধরনের ঘটনা ঘটলে, তা সমর্থনযোগ্য নয়।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন, হার্ট অ্যাটাকের আগে শুধু শরীরেই নয়, চুলেও আসে এই পরিবর্তন ; সামনে এল রিসার্চ