অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া: হাওড়ায় (Howrah) রাস্তা খুঁড়তেই 'গুপ্তধন'-এর সন্ধান! মিলল ১৫০ বছরের পুরনো রেললাইনের (old rail track) হদিশ। হাওড়ায় ডিআরএম অফিসের (DRM Office) পাশে রাস্তা খুঁড়তেই প্রাচীন রেললাইনের হদিশ পেলেন রেলকর্তারা। মেট্রো স্টেশন তৈরির জন্য রাস্তা খোঁড়ার কাজ চলছিল। তখনই মিলল আনুমানিক ১৫০ বছরের পুরনো এই রেললাইনের হদিশ।
হাওড়ায় মিলল অতি প্রাচীন রেল লাইনের হদিশ
চলছে হাওড়া মেট্রো স্টেশন তৈরির কাজ চলছে। অনেকটাই হয়ে গেছে সেই কাজ। হাওড়া মেট্রো স্টেশন পৌঁছানোর যে রাস্তা সেটি তৈরির কাজ চলছিল।
বলা হচ্ছে, এই রাস্তা তৈরির কাজের জন্য খোঁড়াখুঁড়ি করতে গিয়েই অতি প্রাচীন এই রেললাইনের হদিশ মেলে। সেটি দেখে রেলের কর্তাদের অনুমান লাইনটি ১৫০ বছরের পুরনো হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের দেশে যখন রেল পরিষেবা চালু হয়েছিল তার প্রথম দিকের রেললাইন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই রেললাইন কতটা অংশ জুড়ে বের হচ্ছে তা নির্ধারণ করা হবে আরও একটু খুঁড়ে এবং তারপর পরীক্ষা করে তার বয়স জানার চেষ্টা হবে। তবে অবশ্যই এই অংশে যেহেতু রাস্তা তৈরির কাজ হবে তাই রেললাইনটিকে এভাবে রেখে দেওয়া যাবে না। রেললাইনটিকে সংরক্ষণের ভাবনা শুরু হয়েছে ইতিমধ্যেই। হাওড়াতেই যে মিউজিয়াম রয়েছে সেখানেই সংরক্ষণের ভাবনা রয়েছে। তবে রেললাইনটিকে ওখান থেকে পুরোপুরি নিষ্কাশন করে তার বয়স জানা হবে আগে। আপাতত এর বয়স ১৫০ বলেই মনে করছেন রেলকর্তারা তবে নির্দিষ্টভাবে তা কত, সেটা পরীক্ষা করেই জানা যাবে।
আরও পড়ুন: Youth Beaten: পুলিশের মারে যুবকের মৃত্যু! অভিযোগ গল্ফ গ্রিন থানার বিরুদ্ধে
দেশের গভীরতম মেট্রো স্টেশন
এ যেন পাতালে উথাল-পাথাল। ইঞ্জিনিয়ারিং শিল্পের হাত ধরে গণপরিবহণে বিপ্লব। আর সেই বিপ্লবের সাক্ষী হতে তাল ঠুকছে শতাব্দী প্রাচীন হাওড়া স্টেশন। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে সল্টলেকের সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান রুটে ছুটবে রেক। দেশের অন্যতম ব্যস্ত স্টেশনে যখন শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে, তখন আরও এক ব্যস্ত স্টেশন হাওড়াতেও সাজো সাজো রব। কেএমআরসিএল সূত্রে খবর, দেশের মধ্যে গভীরতম মেট্রোস্টেশন হতে চলেছে হাওড়া। গভীরতা ৩৩ মিটার। এর আগে দেশের গভীরতম মেট্রো স্টেশন ছিল দিল্লির হজ খাস। যার গভীরতা ছিল ২৯ মিটার।