অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কলকাতাবাসীর (Kolkata) জন্য সুখবর। পুজোর আগেই কলকাতা থেকে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে যাওয়ার বাস চালু করছে পরিবহণ দফতর (West Bengal transport)। ১৬ সেপ্টেম্বর থেকেই এই বাস চলবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। জলপথে চালু হচ্ছে বেলুড় (Belur) ও বোটানিক্যাল গার্ডেন যাওয়ার ভেসেল পরিষেবা।
আর মাত্র কয়েক দিন পরেই পুজো। লম্বা ছুটি। কলকাতায় (Kolkata) পুজো কাটানোর পাশাপাশি অনেকেই এই সময়টা কাছেপিঠে কোথাও ঘুরে আসতে চান।তাঁদের কথা মাথায় রেখে পুজোর আগেই নতুন পরিষেবা শুরু করছে পরিবহণ দফতর। বকখালি (Bakkhali), তারাপীঠ (Tarapith), ব্যান্ডেলের (Bandel) মতো ৫টি পর্যটন কেন্দ্রে যাওয়ার বাস চালু হচ্ছে।
ভাড়া কত? পরিবহণ দফতর সূত্রে খবর, কলকাতা থেকে বকখালি যাওয়ার এসি বাসে যাওয়া আসার ভাড়া জনপ্রতি ৬০০ টাকা। মায়াপুর ও চন্দ্রকোণা গুরুদোয়ারা যেতেও একই ভাড়া। কলকাতা থেকে ফুরফুরা শরিফ এসি বাসের ভাড়া ৩৫০। ব্যান্ডেল চার্চ যেতেও খরচ ৩৫০ টাকা। তারাপীঠে যাতায়াতের ভাড়া জনপ্রতি ৯০০ টাকা।
অনলাইনেও টিকিট: অফলাইনের পাশাপাশি WBTC-র ওয়েবসাইট থেকে অনলাইনেও টিকিট কাটা যাবে। ১১ সেপ্টেম্বর থেকে জলপথে ভেসেল পরিষেবাও চালু করছে পরিবহণ দফতর । মিলেনিয়াম পার্ক থেকে দক্ষিণেশ্বর হয়ে বেলুড় যেতে আসতে খরচ পড়বে ৬৪০ টাকা । হাওড়া (Howrah) থেকে শিবপুর (Shibpur) বোটানিক্যাল গার্ডেনের ভাড়া ৩৭০ টাকা ।
অফবিট জায়গার জন্য বাস: আগামী দিনে রাজ্যের অফবিট (Offbeat Destination) জায়গাগুলিতে যাওয়ার জন্যও বাস চালু করতে চায় পরিবহণ দফতর। সেনিয়ে দু একদিনের মধ্যে পর্যটন দফতরের সঙ্গে আলোচনায় বসবেন আধিকারিকরা। পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো শহর থেকে ডুয়ার্স, সিকিম যাওয়ার বাসও চালু হচ্ছে। পরিবহণ দফতর এই পরিষেবার নাম দিয়েছে সবুজের অভিযান।
চেনা ছবির বদল: সুন্দরী দার্জিলিঙ, মনোরম মিরিক। প্রকৃতির ধ্বসংলীলার জেরে পাহাড়ের সেই চেনা ছবি পুরোপুরি বদলে গিয়েছে। রাস্তা ভেঙে পড়েছে। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে মিরিক শহরের বহু ঘরবাড়ি । ধসের কারণে পাহাড় ছাড়ছেন পর্যটকরা । জনশূন্য মিরিক লেক । মার খাচ্ছে পর্যটন ব্যবসা। মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদের ।
আরও পড়ুন: Anubrata Mondal : 'দিদি পাশে আছে, এটাই এনাফ' আজ কলকাতায় আসার আগে অনুব্রত কী বললেন দেখুন !