শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের (Coochbehar) মাথাভাঙায় আদালতে ঢোকার রাস্তা বেহাল (bad road)। এলাকাবাসী (local people) থেকে আইনজীবী (lawyers), সবারই অভিযোগ, প্রশাসনের কাছে বহুবার জানিয়েও রাস্তা মেরামত হয়নি। পূর্ত দফতরের আশ্বাস, যেটুকু রাস্তার কাজ বাকি আছে তা দ্রুত সারানো হবে।
রাস্তা বেহাল মাথাভাঙায়
উত্তরবঙ্গে বর্ষা শুরু হতে না হতেই বেহাল রাস্তা আরও খারাপ হয়েছে। এবড়ো খেবড়ো রাস্তায় জমে রয়েছে জল। ভেঙেছে রাস্তার একাংশও। অভিযোগ, কোচবিহারের মাথাভাঙায় মহকুমা আদালতে ঢোকার এই রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে আদালতে কাজে আসা লোকজনকে পড়তে হচ্ছে দুর্ভোগে।
মাথাভাঙার বাসিন্দার পরেশচন্দ্র সাহার কথায়, 'মক্কেলরা এসে নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছে। হাঁটাচলা করা যায় না, গাড়ি চলাচল করতে পারে না। জল জমে রাস্তা বন্ধ হয়ে রয়েছে। জল নিকাশির কোনও ব্যবস্থা নেই। পূর্ত দফতর, ইরিগেশন ডিপার্টমেন্ট বা পুরসভা, কেউ খেয়াল করছে না।'
রাস্তার এই অবস্থার জন্য তিতিবিরক্ত আইনজীবীরাও। অভিযোগ, মহকুমা বার অ্যাসোসিয়েশনের তরফে এ নিয়ে বারবার দরবার করা হলেও কোনও সুরাহা হয়নি।
মাথাভাঙা মহকুমা আদালতের আইনজীবী কৌশিক ভদ্র বলেন, 'প্রায় ৩০ থেকে ৪০ বছর আগে বোধ হয় রাস্তাটা তৈরি হয়েছিল। তারপর থেকে এই রাস্তা সারানো হয়নি। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসডিওর কাছেও আমরা দাবি করেছিলাম যে রাস্তাটা অন্তত সংস্কার করা হোক। কিন্তু কোনও লাভ হয়নি। আমরা এটা নিয়ে এডিএম সাহেবের কাছেও গিয়েছিলাম। জজ সাহেবের কাছেও গেছি। কিন্তু আজ পর্যন্ত এই রাস্তা ঠিক করাতে পারলাম না।'
আরও পড়ুন: HS Result 2022: ফেল করেও পাশের দাবি! তৃণমূলের পতাকা হাতে মনীষীর নামে স্লোগান, শুরু রাজনৈতিক তরজা
মাথাভাঙা মহকুমা আদালতের ল-ক্লার্ক আতিয়ার রহমানের অভিযোগ, 'যাতায়াতের ভীষণভাবে অসুবিধা হচ্ছে। এসডিও সাহেব বলেছিলেন রাস্তাটা সংস্কার হবে এবং চওড়া হবে। তা আজ পর্যন্ত হয়নি।'
যে রাস্তার হাল খারাপ, সেটি পূর্ত দফতরের অধীন। তাদের দাবি, খুব সামান্য অংশের রাস্তাই বেহাল। মাথাভাঙার পূর্ত দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুবোধ কর্মকার বলছেন, 'মহকুমা শাসকের সঙ্গে কথা হয়েছে। পুরো কাজটা হয়েছে, কিছু বাকি আছে। পুরসভার কাজ চলায় হয়নি, তবে দ্রুত শেষ হবে।'
এদিকে, রাস্তা মেরামতির দাবিতে শনিবার মাথাভাঙা ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত নয়ারহাট পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। শেষে পঞ্চায়েত প্রধান রাস্তা মেরামতির আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করেন গ্রামবাসীরা।