সুনীত হালদার, হাওড়া: দুর্গাপুজোয় বহুদিন হল থিমের চল হয়েছে। থিমের বাহার দেখা যায় কালীপুজোতেও। এবার সেই থিমের হাওয়া দেখা গেল সরস্বতী পুজোতেও (Saraswati Puja in Howrah) । হাওড়ার সরস্বতী পুজোয় থিমের ছড়াছড়ি।
উলুবেড়িয়ার (Uluberia) অধিকাংশ বারোয়ারি সরস্বতী পুজোর উদ্যোক্তারা থিম নির্ভর (Theme Based Saraswati Puja) মণ্ডপ এবং প্রতিমা তৈরি করেছে। উলুবেড়িয়া স্টেশনের কাছে বাজারপাড়ায় রাজদূত সঙ্ঘের পুজো এ বছর ৪৫ বছরে পা দিল। এবারে থিম পুরনো জমিদার বাড়ির দালান। গোটা মণ্ডপ জমিদার বাড়ির আদলে তৈরি করা হয়েছে। যেখানে সেখানে দেওয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। ইটের দেওয়াল ভেঙে পড়ছে। পিলার নড়বড়ে হয়ে পড়েছে। প্যান্ডেল তৈরি করা হয়েছে থার্মোকল দিয়ে। প্যান্ডেলের সঙ্গে প্রতিমাতেও থিমের ছোঁয়া।
নোনা সুন্দরম ক্লাবের পুজোয় এবারের থিম হারিয়ে যাওয়া বাঙালির শৈশব। ছোটবেলায় শিশুদের গুলি, ডাংগুলি খেলা, দোলনায় চড়া, ঘুড়ি ওড়ানো উঠে এসেছে ওই থিমে। ছোট লাঠি হাতে টায়ার চালানো এবং গাছে ওঠা সবই মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে মণ্ডপ চত্বরে। প্রতিমা এখানে সাবেকি সাজে। থিমের মণ্ডপের আকর্ষণ থাকায় দর্শনার্থীরা ভিড় করছেন প্যান্ডেলে।
আজ মাঘ মাসের শুক্লা পঞ্চমী৷ তার ওপর ভালবাসার দিন। এমন দিনে বাংলার ঘরে ঘরে বাগ্দেবীর আরাধনা। রাজ্যজুড়ে ফের উৎসবের আমেজ। বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে জমজমাট বাঙালির ভ্যালেন্টাইন্স ডে৷
কথায় বলে, বিদ্যারম্ভে বৃহস্পতি। তার আগের দিন, বাংলার ঘরে ঘরে বাগ্দেবীর আরাধনা। পাড়ায়, স্কুলে, কলেজে পডুয়ারা ব্রতী সরস্বতী বন্দনায়। অঞ্জলি, ভোগ বিতরণের মধ্যে দিয়ে ফিরে যাওয়া ছোট্টবেলার সেই স্কুলের দিনগুলোতে৷ এদিন হাতেখড়ি হল বহু খুদের। গুরুমশাইয়ের হাত ধরে লেখা শুরু, শেখা শুরু আমরি বাংলা ভাষার অ আ ক খ।
সরস্বতী বিদ্য়ার দেবী। তবে তাঁর সঙ্গে প্রেমের কোনও বৈরিতা নেই। তাই বাগ্দেবীর আরাধনার দিনটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এই বছর ভালবাসার দিনেই সরস্বতী পুজো। ব্রহ্মার মানসকন্যা সরস্বতী৷ এক হাতে তাঁর বীণা, অন্যহাতে পুস্তক৷ তাই পুস্তকের সঙ্গে যাদের সম্পর্ক সকলেই ব্যস্ত তাঁর আরাধনায়৷ প্রেমের দেবতা অল্পেতে সন্তুষ্ট না হলেও, সরস্বতী কিন্তু সামান্যতেই খুশি।
বিদ্যার্জন সহজ না হলেও দেবী কিন্তু অল্পেই সন্তুষ্ট৷ সামান্য ফুল-মিষ্টি-বেলপাতা আর দোয়াত-কলম৷ মন্ত্রতন্ত্র, নিয়মকাননু তেমন কিছু নয়৷ সরস্বতী কিন্তু কল্যাবিদ্যারও দেবী৷ তাই শিল্প সাধনা যাঁরা করেন, তাঁরাও এদিন পুজোয় ব্যস্ত৷
আরও পড়ুন: লেক কালীবাড়িতে ধুমধাম করে সরস্বতী পুজো, ভিড় ভক্তদের