Redmi A3: ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ৩ (Redmi A3) ফোন। এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬  প্রসেসর। তিনটি রঙে লঞ্চ হয়েছে এই ফোন। রয়েছে তিনটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশন। রেডমি 'এ' সিরিজের (Redmi A Series Phone) এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট।


রেডমি এ৩ ফোনের দাম, কী কী রঙে লঞ্চ হয়েছে, কোথা থেকে কেনা যাবে


রেডমি এ৩ ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮২৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৯২৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক, লেক ব্লু এবং অলিভ গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে রেডমি এ৩ ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, Mi.com এবং শাওমির রিটেল পার্টনার থেকে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। 


রেডমি এ৩ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক একঝলকে 



  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন)- এর সাপোর্ট রয়েছে রেডমি এ৩ ফোনে। 

  • এই ফোনে ৬.৭১ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র‍্যাম। ভার্চুয়াল র‍্যামেরও সাপোর্ট রয়েছে এই ফোনে। ফোএর ব্যবহার না হওয়া মেমোরির সাহায্যে ১২ জিবি পর্যন্ত র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।  

  • রেডমি এ৩ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি সেকেন্ডারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  •  রেডমি এ৩ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোএ ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস/এ-জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেনসরের মাধ্যমে অথেনটিফিকেশন করা সম্ভব। 


আরও পড়ুন- নতুন স্মার্টওয়াচ কিনবেন ভাবছেন? পাবেন ৫০০০ টাকার কমেই, রইল তালিকা, কোথা থেকে কিনবেন?