কলকাতা: সুপ্রিম কোর্টে ফের ধাক্কা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangapadhyay) এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতায় সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। এই মুহূর্তে এই আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই, তাই আর্জি খারিজ বলেই জানিয়ে দিল সর্বোচ্চ আদালত (Supreme Court)। 


সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে আবেদনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন 'আদালত এবং আদালতের বাইরে করা মন্তব্যের দ্বারা ইডি এবং সিবিআই যেন প্রভাবিত না হয়, এই মর্মে নির্দেশ দেওয়া হোক। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করুন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিন্হা যাতে বিরূপ মন্তব্য থেকে বিরত থাকেন, তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক। 


শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতি মামলার শুনানিতে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির প্রসঙ্গ সামনে আসে। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে সেই সংক্রান্ত হলফনামাও দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত ১২ ডিসেম্বর, সেই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিন্হা আয়ের উৎস কী - তা জানতে চান।          


এরই মধ্যে, সম্পত্তি নিয়েই রীতিমতো প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ও। এরপরই, সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আবেদনে তিনি বলেন, অভিষেক বন্দোপাধ্যায় সম্পর্কে আদালত এবং আদালতের বাইরে করা বিচারপতিদের মন্তব্যের দ্বারা ED এবং CBI যেন প্রভাবিত না হয়, এই মর্মে নির্দেশ দেওয়া হোক। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।  


এর আগে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর আবেদন করে, সুপ্রিমকোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন বা SLP করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগের সেই SLP-র ভিত্তিতেই নতুন করে এই আবেদনগুলো করেন তিনি। কিছু দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা SLP-র নিষ্পত্তি হয় সুপ্রিমকোর্টে। 


এই অবস্থায়, নিময় হল, নতুন আবেদনগুলো শুনানির জন্য আদৌ বিচারপতিদের কাছে পাঠানো হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেন সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রার। কিন্তু, অভিষেকের আবেদন খতিয়ে দেখে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মনে করেন, এই আবেদনের আপাততভাবে সেই ভিত্তি নেই, যার জন্য বিচারপতিদের কাছে শুনানির জন্য পাঠানোর প্রয়োজন রয়েছে। সেই কারণেই, আজ শুক্রবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বিভিন্ন মামলার প্রেক্ষিতে বিচারপতিদের নানা পর্যবেক্ষণ এবং তাঁদের করা মন্তব্য নিয়ে তৃণমূলের সঙ্গে টানাপোড়েনের জল এবার কোন দিকে গড়ায় সেদিকেই নজর সকলের।