নয়াদিল্লি : অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগ গতকালই স্থাপন করা হয় প্রভু রামের মূর্তি। সেই ছবি আজ সকালে শেয়ার করেন কেন্দ্রীয়মন্ত্রী শোভা করন্দলাজে। যাতে রামের পাঁচ বছরের শিশু মূর্তি দেখা যাচ্ছে। ৫১ ইঞ্চির এই মূর্তি তৈরি করেছেন মহীশুরের শিল্পী অরুণ যোগীরাজ। কালো পাথরে মূর্তিটি তৈরি করা হয়েছে।


 






অযোধ্য়ায় রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। আজ অগ্নিকুণ্ড হবে। শুরু হবে অগ্নি উপাসনা। ২১ বৈদিক বিধিতে হবে পুজো। ইতিমধ্য়েই গর্ভগৃহে রামলালার বিগ্রহ স্থাপন হয়েছে। চলছে রামায়ণ পাঠ। উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্য়াকে। কাল পর্যন্ত রাম মন্দির সাধারণের জন্য় খোলা থাকবে। তারপর উদ্বোধনের জন্য় বন্ধ হয়ে যাবে মন্দির। ২২ তারিখ উদ্বোধনের পর ফের মন্দির খুলে দেওয়া হবে। 


মন্দিরে অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে ১২ জানুয়ারি থেকে। ২২ জানুয়ারি, প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাণ প্রতিষ্ঠার মূল কাজ করবেন লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বাধীন একদল পুরোহিত।


এই পরিস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে একাধিক নিয়ম-নীতি মেনে চলছেন প্রধানমন্ত্রী। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, মেঝেতে একটি চাদর বিছিয়ে ঘুমাচ্ছেন প্রধানমন্ত্রী। শুধুমাত্র ডাবের জল পান করছেন। 


এদিকে ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে সব পথ গিয়ে মিশছে অযোধ্যায়। জাঁকজমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেশের নানা প্রান্ত থেকে আসছেন ভক্তরা। গেরুয়া ঝান্ডা নিয়ে, রামের নামে স্লোগান দিতে দিতে যাচ্ছেন অযোধ্যায়। লখনউ থেকে অযোধ্যায় যাওয়ার পথে, এবিপি আনন্দ-র ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। ভোটের আগে দেশের নজরে এখন অযোধ্যাকাণ্ড ! সোমবার নতুন রাম মন্দিরের উদ্বোধন। তার আগে এখনই যেন উৎসব নগরীতে পরিণত হয়েছে সরয়ূপাড়ের প্রাচীন শহর। লেজার আলোর দ্যুতি, জয় শ্রীরাম রব আর কাতারে কাতারে ভক্তের আনাগোনা, অযোধ্যা এখন রাম-আবেগের পূর্ণকুম্ভ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।