নয়াদিল্লি: ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'অ্যানিম্যাল' (Animal)। ছবি মুক্তির পর থেকেই তা ঝড় তুলেছে সর্বত্র। বক্স অফিসে যেমন দুর্দান্ত ব্যবসার ঝড় উঠেছে তেমনই সোশ্যাল মিডিয়ায় সমালোচনারও প্লাবন বয়েছে। সেই সঙ্গে রীতিমতো চর্চার তুঙ্গে পৌঁছেছেন তৃপ্তি দিমরি (Tripti Dimri)। 'অ্যানিম্যাল' ছবিতে তাঁকে খানিক 'নেতিবাচক' চরিত্রে (Negative Character) দেখা গিয়েছে। কেমন লাগছে তাঁর 'ভিলেন যুগ' (villain era)? নিঃসন্দেহে অভিনেত্রী এই সময়টা বেশ উপভোগ করছেন। 


'ভিলেন এরা' উপভোগ করছেন তৃপ্তি দিমরি


সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তৃপ্তি দিমরি জানান যে এতদিন 'ভাল' মানুষের চরিত্রে অভিনয় করার পর এই 'ভিলেন এরা' বেশ উপভোগ করছেন তিনি। সৌজন্যে 'অ্যানিম্যাল' ছবিতে তাঁর চরিত্র। এই প্রথম তাঁকে এমন একটি চরিত্রে দেখা গেল যা নেতিবাচক। 


বছরের পর বছর ধরে 'ভাল মেয়ে'র চরিত্রে অভিনয় করার পর 'অ্যানিম্যাল' ছবিতে তাঁকে ধূসর চরিত্রে দেখা যায়। তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এই ছবির পর যে প্রশংসা তিনি পাচ্ছেন নিঃসন্দেহে তা উপভোগ করছেন অভিনেত্রী। সম্প্রতি সংবাদ সংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, 'আমি নিঃসন্দেহে প্রচণ্ড উপভোগ করছি'। তিনি আরও বলেন, 'একজন অভিনেত্রী হিসেবে আমি চিরকাল আলাদা আলাদা ধরনের চরিত্র করতে চেয়েছিলাম। আমি সবসময় এমন চরিত্রে অভিনয় করতে চেয়েছি বা এমন ছবির অংশ হতে চেয়েছি যা চ্যালেঞ্জিং এবং আমার কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে করতে পারব এবং এটা একেবারেই তেমন একটি ছবি।' তৃপ্তির কথায়, 'আমি চিরকাল সবকিছুর ভাল দিকে ছিলাম, এবং এই প্রথমবার, এমন একটা চরিত্রে অভিনয় করলাম যেটা নেতিবাচক, এবং সেই চরিত্রের পৃথিবীতে প্রবেশ করার অনুভূতি খুবই সুন্দর।'


ছবির শ্যুটিংয়ের আগে জোয়া চরিত্র নিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Vanga) সঙ্গে তাঁর আলোচনা নিয়েও কথা বলেন তিনি। পর্দার জোয়া বলেন, 'যখন এই প্রজেক্টে সই করছিলাম তখনই আমার পরিচালকের সঙ্গে কথা হয়, তিনি বলেন, 'আমি জানি এটা নেতিবাচক চরিত্র, কিন্তু আমি এই চরিত্রের চোখে কোনও নেতিবাচকতা দেখতে চাই না'। যখন তুমি কোনও নেতিবাচক চরিত্র দেখো বা নেতিবাচক চরিত্রের কথা ভাবো তখন নির্দিষ্ট একটা দৃষ্টিভঙ্গি থাকে সকলের।'


তৃপ্তি জানান, যেভাবে সাধারণত আমরা দেখে এসেছি কোনও ভিলেন বা নেতিবাচক চরিত্র কথা বলে বা কাজ করে সব বাদ দিতে বলেন পরিচালক। 'পরিচালক বলেন, 'আমি এইসব কিছুকে এর থেকে বাইরে রাখতে চাইছি'।' পরিচালক তাঁকে বলেছিলেন সামনের মানুষটিকে খুন করার ইচ্ছা বা পরিকল্পনা করা সবটাই থাকতে হবে তাঁর ভিতরে, কিন্তু চোখে শুধু থাকবে ভালবাসা। 'আমি চাই দর্শক যেন শুধু নিষ্পাপ মানুষটিকে দেখে', তৃপ্তিকে বলেছিলেন পরিচালক। 


আরও পড়ুন: Preity G Zinta: প্রীতম সিংহ জিন্টা না প্রীতি জিন্টা? আসল নাম কোনটা? ভিডিওয় খোলসা করলেন 'দিল সে' অভিনেত্রী


তৃপ্তি স্বীকার করে নেন যে এমন চরিত্র খানিক চ্যালেঞ্জিং ছিল তো বটেই। অভিনেত্রী বলেন, 'এটা আমার জন্য চ্যালেঞ্জিং ও উত্তেজনাপূর্ণ, দুইই ছিল। এবং আমার মনে হচ্ছিল যে এটা এক্সপ্লোর করতে বেশ মজা লাগবে। এবং হ্যাঁ আমার মনে হয় ছবিতে সেটা ফুটিয়ে তোলা গেছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।