কলকাতা: মরশুমের শুরুটা দুর্দান্ত হলেও গত পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Supergiant)। যদিও আইএসএলে তারা এখন পর্যন্ত অপরাজিত। কিন্তু এএফসি কাপে পরপর তিনটি ম্যাচে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছে তারা। এ মরশুমে এই প্রথম  দুঃসময়ের মুখোমুখি হয়েছে সবুজ-মেরুন বাহিনী। দলে একঝাঁক নির্ভরযোগ্য খেলোয়াড়ের চোট। ফলে দল পূর্ণশক্তি নিয়ে নামতে পারছে না কোনও ম্যাচেই এবং ফলও প্রত্যাশিত হচ্ছে না। 


আইএসএলে গত ম্যাচে শেষ মুহূর্তে জোড়া গোল করে দলের মান বাঁচান দুই ডিফেন্ডার ব্রেন্ডান হ্যামিল ও আশিস রাই। দিমিত্রিয়স পেট্রাটসের মতো দায়িত্ব নিয়ে গোল করতে পারছেন না জেসন কামিংস, আরমান্দো সাদিকুরা। লিস্টন কোলাসো ঠিকমতো গোলে লক্ষ্য করে শটই করতে পারছেন না। তিনি বল পায়ে রাখতে গিয়ে বারবার বক্সের মধ্যে আটক হয়ে যান।  


চলতি লিগে অপরাজিত তকমা বজায় রাখার জন্য শুক্রবার গুয়াহাটিতে হয় জিততে হবে বা ড্র করতে হবে। কিন্তু কারা চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন, কারা মাঠে নামতে পারবেন শুক্রবার, সেই ব্যাপারে এখনও ছবিটা স্পষ্ট হয়নি। দিমিত্রিয়স পেট্রাটের মাঠে ফেরা প্রায় পাকা। কিন্তু সহাল আব্দুল সামাদ ও অনিরুদ্ধ থাপা খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। 


কোচ হুয়ান ফেরান্দো নিজেই থাকতে পারবেন না  সাইডলাইনে। গত ম্যাচে লাল কার্ড দেখে  এই ম্যাচে মাঠের বাইরে তিনি। ফলে ডাগ আউট থেকে দলকে পরিচালনা করবেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ও ফেরান্দোর সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তাই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনিই সাংবাদিকদের মুখোমুখি হন। সঙ্গে নিয়ে আসেন অস্ট্রেলীয় ফরোয়ার্ড দিমিত্রিয়স পেট্রাটসকেও।  


পেট্রাটসের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মিরান্ডা বলেন, “যে কোনও ম্যাচে সব খেলোয়াড়দের পাওয়াটা জরুরি ঠিকই। সেক্ষেত্রে দল বাছাই করার সময় অনেক বিকল্প খোলা থাকে। দলের সেরা স্ট্রাইকারকে পাওয়া গেলেও তা খুবই ইতিবাচক ব্যাপার। সবার প্রতি শ্রদ্ধা বজায় রেখেই দিমিকে সেরা বললাম ওর সাম্প্রতিক ও গত মরশুমের পারফরম্যান্সের জন্য। জেসন, আরমান্দো ও সুহেলের সঙ্গে দিমিকেও পেলে দলের পক্ষে তা খুবই ভাল খবর”। তবে কারা সুস্থ হয়ে পরের ম্যাচে মাঠে ফিরতে পারেন, তা বলতে পারেননি সহকারী কোচ। 


যাঁকে নিয়ে এত আলোচনা, সেই পেট্রাটস বলছেন, “মাঠে ফেরাই এখন আমার একমাত্র লক্ষ্য। আমরা লিগে সবার চেয়ে কম ম্যাচ খেলেছি। এখনও যথেষ্ট ভাল জায়গায় রয়েছি। এখন আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে”।