পূর্ব মেদিনীপুর: এগরা বিস্ফোরণকাণ্ডে (Egra) গোয়েন্দা ব্যর্থতা মানলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। ‘সঠিক সময়ে ইন্টেলিজেন্স কাজ করলে এটা ঘটত না’। খাদিকুলের সভায় ব্যর্থতা স্বীকার করে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বেআইনি বাজি তৈরি হলে ওসিকে রিপোর্ট করুন। ‘ব্যবস্থা না নিলে আমার ওপর ছেড়ে দিন, ২দিনে বদলি করে দেব। এখানকার ওসিকেও বদলি করা হয়েছে। ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে অনেক অস্ত্র ঢুকছে। সীমানা এলাকায় নজরদারি বাড়াতে হবে। সীমানা সিল করতে হবে’। খাদিকুলের বললেন মন্তব্য মুখ্যমন্ত্রী। এগরাকাণ্ডের ১১ দিন পর খাদিকুলে মুখ্যমন্ত্রী। খাদিকুলে গিয়ে বিস্ফোরণকাণ্ডের জন্য চাইলেন ক্ষমা। ‘মাথানত করে এই ঘটনার জন্য ক্ষমা চাইছি’। খাদিকুলের সভায় ক্ষমাপ্রার্থনা মুখ্যমন্ত্রীর।
এগরা বিস্ফোরণকাণ্ডে নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে বেআইনি বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ! ১১ জনের মৃত্যু!উত্তাল রাজ্য-রাজনীতি! এই অবস্থায় মুখ্য়মন্ত্রী বললেন এগরার ঘটনা চোখ খুলে দিয়েছে। যা নিয়ে তীব্র কটাক্ষের সুর কংগ্রেসের গলায়।
জেলায় জেলায় যখন লাগাতার অস্ত্র, বোমা উদ্ধার হচ্ছে, ঠিক তখন এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণকাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে চলছে রাজনৈতিক সংঘাত। বিরোধীরাও পাল্টা প্রশ্ন তুলছে, এই ঘটনাকে রাজনীতির সংস্পর্শ থেকে দূরে রাখাই যদি উদ্দেশ্য হয়, তাহলে কেন এগরা বিস্ফোরণকাণ্ডের পরে বিজেপিকে জড়িয়ে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী? কিন্তু, ভানু বাগের অবৈধ কারখানায় শুধু বাজি তৈরি হত না বোমা? গ্রামের মধ্যে বিপজ্জনক কাজ চলছে, তা কি জানত না পুলিশ? ভানুর সঙ্গে যোগসাজশের জন্যই কি পুলিশ সব জেনেও চুপ করে ছিল?
সিপিএম, বিজেপি থেকে কংগ্রেস - এগরা বিস্ফোরণকাণ্ডের পরে সবাই যখন পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, তখন খাদিকুলের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীও মানলেন গোয়েন্দা ব্যর্থতার কথা। সঙ্গে সতর্ক করে দিলেন পুলিশকেও।
এদিন এগরা ঘটনার প্রতিবাদে ও নিরপেক্ষ তদন্তের দাবিতে এগরাতে প্রতিবাদ মিছিল করে সিপিএম। এখন প্রশ্ন হল, এরপর কি তাহলে আর কোনওদিন এগরার মতো ঘটনা ঘটবে না? আর কারও প্রাণ যাবে না তো? আরও কোনও সন্তান মাকে হারাবে না তো?