তুহিন অধিকারী, বাঁকুড়া : ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু, তার আগেই উত্তাপ বাড়ছে রাজ্যের বিভিন্ন জেলায়। এবার তার আঁচ পড়ল বাঁকুড়ার কোতুলপুরে। গতকাল রাতে কোতুলপুর থানার লালবাজার এলাকায় বিজেপির তিন কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার খবর জানার পর বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ আহতদের নিয়ে হাজির হন থানায়। অভিযোগ দায়েরের পাশাপাশি দ্রুত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান তিনি। এদিকে বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি, এই ঘটনা বিজেপির গোষ্ঠীকোন্দলের জের।   


বাঁকুড়ার কোতুলপুর ব্লক বরাবরই রাজনৈতিক কারণে উত্তপ্ত। লোকসভা নির্বাচন হোক বা গ্রাম পঞ্চায়েত নির্বাচন, ভোট এলেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে এই ব্লকের বিভিন্ন প্রান্তে। গত পঞ্চায়েত নির্বাচনে এই ব্লকের অধিকাংশ আসনে বিরোধীরা মনোনয়নই করতে পারেননি। এবার লোকসভা নির্বাচনের মুখেও শুরু হয়ে গেল অশান্তি। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কোতুলপুরের লালবাজার এলাকার একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন বিজেপির কোতুলপুর ১ নম্বর মণ্ডলের এস সি মোর্চার সভাপতি তোতন মল্লিক-সহ তিন বিজেপি কর্মী। আচমকাই তাঁদের উপর চড়াও হয়ে মারধর করে একদল দুষ্কৃতী। আক্রান্তদের দাবি, বিজেপি করার 'অপরাধে' তাঁদের মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।


এই ঘটনা জানার পর রাতেই আক্রান্তদের সঙ্গে নিয়ে কোতুলপুর থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তাঁর দাবি, তৃণমূল এলাকায় অশান্তি ছড়িয়ে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মতো পরিবেশ তৈরির চেষ্টা করছে। অবিলম্বে কোতুলপুর সহ উত্তেজনাপ্রবণ ব্লকগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করা হলে ৩ দিন পর প্রতিটি থানা ও পুলিশ সুপারের দফতর ঘেরাও করা হবে। 


এদিকে তৃণমূলের তরফে বিজেপি কর্মীদের উপর হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, বিষ্ণুপুর লোকসভা জুড়ে বিজেপি প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ চলছে। সেই অন্তর্কলহের জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে।


প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে দুই দফায় রাজ্যে প্রচার সেরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম দফায় মাসের গোড়াতেই হুগলির আরামবাগ ও নদিয়ার কৃষ্ণনগরে সভা করেন তিনি। আর আজ তিনি সভা করেন উত্তর ২৪ পরগনার বারাসাতে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।