কলকাতা: ঘাসফুল থেকে পদ্মফুলে। লোকসভা ভোটের (Loksabha Election 2024) বিজেপিতে যোগ দিলেন তাপস রায় (Tapas Roy Update)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি।
বিজেপিতে যোগ দিলেন তাপস রায়: ভোটের আগে ব্রিগেডের মুখে বড় ধাক্কা তৃণমূলে। বিজেপিতে তাপস রায়। জোড়াফুলের সঙ্গে ২৩ বছরের সম্পর্ক ছিন্ন করে পদ্ম শিবিরে বরানগরের বিধায়ক। এদিন বিজেপিতে যোগ দিয়ে শান্তির বাংলা গড়ার ডাক দিলেন তাপস রায়। গত কয়েকদিনের মতো এদিনও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তাপস রায় বলেন, "আমি আজ থেকে বিজেপি এবং মোদিজির পরিবারের সদস্য হলাম। যতদিন রাজনীতিতে আছি , এই পরিবারের সদস্য হিসেবে থাকতে চাই। দায়িত্ব যা দেওয়া হবে তা পালন করব। রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে কৃতজ্ঞ আমাকে গ্রহণ করেছে। রাজ্যে যে অরাজকতার পরিস্থিতি, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের সরকার চলছে। যে সরকার আইনের কথা বলে কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না। পশ্চিমবঙ্গ থেকে দলদস্যুদের সরিয়ে শান্তির বাংলা গড়তে পারি সেই লক্ষ্যেই বিজেপিতে যোগ দিলাম। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে ধন্যবাদ। অধিকারীর পরিবারের সঙ্গে সম্পর্ক বহু বছরের। থেকেছি, খেয়েছি, ছাত্র আন্দোলনের সময় থেকে।''
কী অভিযোগ ছিল তাপস রায়ের?
আগেই দুর্নীতি থেকে সন্দেশখালি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাপস রায়। এমনকী তাঁর বাড়িতে ইডি-র তল্লাশি নিয়েও শীর্ষনেতৃত্বের কোনও মন্তব্য না করায় ক্ষুব্ধ ছিলেন তিনি। তাপস রায়ের মান ভাঙাতে সোমবার, তাঁর বউবাজারের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক চলে। কিন্তু তাতেও কোনও ফল মেলেনি। নিজের সিদ্ধান্তেই অনড় তিনি। কী বলেছিলেন তাপস রায়? সন্দেশখালি ও দুর্নীতি তাড়না বাড়িয়েছে বলে জানান তিনি। তাঁর অভিযোগ ছিল, বাড়িতে ED-র হানার ৫২ দিন পরেও খোঁজ নেননি মুখ্যমন্ত্রী। অথচ মমতা শেখ শাহজাহানের বাড়িতে ED-র অভিযান নিয়ে বিধানসভায় সরব হয়েছেন। অভিযোগ করেন, ১২ জানুয়ারি তাঁর বাড়িতে ED-র হানা নিয়ে উল্লাস করেছিলেন দলের একাংশ। সেই সময় ফোন করেও খোঁজ নেয়নি দল।
তাপস রায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে আক্রমণ করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, "ED হানার দুমাসের মধ্যেই বাংলা বিরোধী দলে যোগ দিলেন তাপর রায়। বিজেপি বাংলার মানুষকে কী চোখে দেখে এটাই তার প্রমাণ।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: TMC Clash: জনগর্জন সভার প্রস্তুতি শিবিরে তৃণমূল বনাম তৃণমূল, ধুন্ধুমার কসবায়