প্রদ্যোৎ সরকার, নদিয়া: ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ তিন স্কুলপড়ুয়ার মধ্যে এক জনের দেহ উদ্ধার (Body Recovery) ঘিরে চাঞ্চল্য নদিয়ায় (Nadia)। বাকি দু'জনের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী (State Disaster Response Force)।


কী ঘটে?
যা জানা গিয়েছে, কালীগঞ্জে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়েছিল তিন ছাত্র। তার পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে তাদেরই এক জনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর। ছাত্রের নাম ওমর শেখ বলে জানিয়েছে পুলিশ। আজ সকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ওমরকে। নিখোঁজ বাকি দুই ছাত্রের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে রয়েছেন কালীগঞ্জের বিডিও উৎপল দাস মুহুরি। ভাগীরথীর তীরে আপাতত নিখোঁজ ছাত্রদের পরিবার ও উৎসুক জনতার ভিড়।

নিখোঁজ গত মাসে...
গত মাসে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সম্রাট ঘোষের খোঁজে কোচবিহারের তোর্সা নদীতে তল্লাশি চলে টানা। ১৯ বছরের সম্রাটের বাড়ি ডাউয়াগুড়িতে। পুণ্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতেন প্রথম বর্ষের পড়ুয়া। গতকাল নববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায়, ৭ জন বন্ধুর সঙ্গে কালাপানি এলাকায় তোর্সায় স্নান করতে নেমেছিলেন সম্রাট। এরপরই তিনি তলিয়ে যান। ঘটনার দিন রাতেই ডুবুরি নামিয়ে একদফা তল্লাশি চালানো হয়। বর্ষবরণের দিন মর্মান্তিক দুর্ঘটনা! বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তোর্সা নদীতে ডুবে মৃত্যু হল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। ২০ ঘণ্টা পর উদ্ধার হল দেহ। বিশ্ববিদ্যালর কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগে সরব নিখোঁজ ছাত্রের পরিবার। যদিও এনিয়ে মন্তব্য করতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।৭ বন্ধুর সঙ্গে নেমেছিলেন নদীতে স্নান করতে। বাকিরা কোনও ফিরলেও, আর ফেরা হয়নি তাঁর। বাংলা বছরের শুরুর দিনেই, কোচবিহারের তোর্সা নদীতে ডুবে মৃত্যু হয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। ২০ ঘণ্টা পর উদ্ধার হল দেহ! শোকের পাথর পরিবার-পরিজন-বন্ধুরা। শোকের ছায়া বিশ্ববিদ্যালয়ে। মৃত ছাত্রের নাম সম্রাট ঘোষ। ১৯ বছরের সম্রাটের বাড়ি ডাউয়াগুড়িতে। পুণ্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতেন প্রথম বর্ষের ওই পড়ুয়া। দুর্ঘটনাটি ঘটে কোচবিহারের কালাপানি এলাকায় তোর্সা নদীতে। স্থানীয় সূত্রে খবর, নববর্ষে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায়, ৭ বন্ধুর সঙ্গে তোর্সায় স্নান করতে নামেন সম্রাট। এর পরই ৪ জন তলিয়ে যান। স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে ৩ জনকে উদ্ধার করতে পারলেও তলিয়ে যান সম্রাট।


আরও পড়ুন:যত বেতন তার চেয়ে বেশি কাজ? আন্তর্জাতিক শ্রমিক দিবসে জেনে নিন আদৌ এই নিয়ম রয়েছে কি না!