রাজীব চৌধুরী, ফরাক্কা: কুয়ো (well) থেকে টায়ার(tyre) উদ্ধারে নেমে জখম (injured) তিন যুবক (youth)। ফরাক্কা (farakka)থানার বাহাদুরপুর এলাকার ঘটনা। প্রথমে দুজনের খোঁজ মিললেও তৃতীয় জনের হদিস পাওয়া যাচ্ছিল না। পরে তিন জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


টায়ার তুলতে গিয়ে বিপত্তি


কোথা থেকে কী হয়ে গেল এখনও ঠিকঠাক ঠাওর করতে পারেনি ফরাক্কার খুপি এলাকার বাসিন্দা তিন পরিবার। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, ঘটনাস্থলে একটি পরিত্যক্ত কুয়ো রয়েছে। সেই কুয়োতেই  কোনও ভাবে টায়ার পড়ে গিয়েছিল। টায়ারটি তুলতে গিয়ে কুয়োয় পড়ে যান এক যুবক। তখনই প্রথম গণ্ডগোল। তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু করেন বাকি দুজন। পারেননি। উল্টে তাঁরাও পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, কুয়োর ভিতরেই সম্ভবত বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলেন নন্দলাল সিং, দিলীপ রায় এবং নাজমু সর্দার। তিন জনেরই বয়স তিরিশের আশপাশে। কোনও ভাবে নন্দলান-দিলীপ-নাজমুর পড়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের কারও কারও নজরে আসে। তাঁরাই ফরাক্কা থানার পুলিশকে খবর দিলে ছুটে আসেন আধিকারিকরা। তড়িঘড়ি এলাকায় পৌঁছয় এনটিপিসির দমকল বাহিনী। এলাকায় তখন তীব্র চাঞ্চল্য।


চিকিৎসা চলছে...


প্রশাসনের সম্মিলিত চেষ্টায় কিছুক্ষণ পর মই বেঁধে কুয়ো থেকে তিন জনকেই তুলে নিয়ে আসা হয়। চিকিৎসার জন্য প্রাথমিকভাবে বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের। আপাতত সেখানেই শুশ্রুষা চলছে। চিকিৎসা চলছে। এলাকায় এখনও চাঞ্চল্য কাটেনি। 
ওই তিন যুবক যে স্রেফ বরাতজোরে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সেটা পাড়াপড়শিরা ভালোই বুঝতে পারছেন। এবং এখানেই ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। স্থানীয়দের দাবি সত্যি হলে কুয়োটি পরিত্যক্ত। অর্থাৎ কেউ ব্যবহার করে না। তা হলে সেটির কারণে যাতে কোনও বিপত্তি না ঘটে সে জন্য আরও একটু সতর্ক হতে পারত না স্থানীয় প্রশাসন? কুয়োটির মুখ কি উপযুক্ত ভাবে বন্ধ করা হয়েছিল?কোনও সতর্কবার্তা ছিল আশপাশে?
উত্তর আপাতত নেই। 


আরও পড়ুন:৩৩ বছর পর বামেদের হাতছাড়া শিলিগুড়ি মহকুমা, শূন্য বিরোধীরা, তৃণমূলেরই জয়জয়কার