সোমনাথ মিত্র ও মনোজ বন্দ্যোপাধ্য়ায়, ধনেখালি ও দুর্গাপুর: দুই জেলায় দুর্ঘটনায় (Road Accident) ৩ জনের মৃত্যু। মাটি বোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু হয়। যা ঘিরে উত্তেজনা ছড়ায় হুগলির ধনেখালিতে। অন্যদিকে, দুর্গাপুরের কাঁকসায় ১৯ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মেরে উল্টে যায় পাথর বোঝাই লরি। তাতে মৃত্যু হয় ২ জনের।
দুই জেলায় মৃত্যু তিন জনের: এদিন ধনেখালিতে মাটি বোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল। মৃতদেহ তুলতে পুলিশকে বাধা দেন স্থানীয়রা। সকাল ৭টা থেকে শুরু হয় পথ অবরোধ। বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। আজ ভোরে মাটি বোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর পঞ্চাশের সাইকেল আরোহীর। ট্র্যাক্টর চালক পলাতক।
দুর্গাপুরেও দুর্ঘটনা: অন্যদিকে, দুর্গাপুরের কাঁকসায় ১৯ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মেরে উল্টে যায় পাথর বোঝাই লরি। সকাল ৮টা নাগাদ কাঁকসার বিরুডিহায় এই ঘটনা ঘটে। পাথর চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়। ২ জন আহত হন। পানাগড়ের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল লরি। দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী লেনে যান চলাচল ব্যাহত হয়।
এর আগে গত সপ্তাহে ওভারলোডেড মাটি বোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু হয়। যা ঘিরে দুর্গাপুরের কাঁকসায় ধুন্ধুমার কাণ্ড ঘটে। রাস্তায় মৃতদেহ রেখে
পুলিশ ও স্থানীয় যুব তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল কর্মী ট্র্যাক্টরে করে অজয়ের বুক থেকে মাটি তুলে পাচার করা হচ্ছিল। স্থানীয়রা দাবি করেন, ওভারলোডেড গাড়ির ধাক্কায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগও তোলেন তাঁরা। পুলিশ আশ্বাস দেওয়ার পর ঘণ্টাদুয়েক পর বিক্ষোভ উঠে যায়। ওই একই দিনে হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গাড়ির ধাক্কায় ফুটপাতের ওপর উঠে পড়ে বাস। বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছিল। ঘটনায় আহত হয়েছিলেন ১০ জন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: North Bengal Storm Update: পৌঁছয়নি পানীয় জল, খাবার! বঞ্চনার অভিযোগে সরব ঝড়ে ক্ষতিগ্রস্তদের একাংশ