রঞ্জিত সাউ, কলকাতা : ডিসেম্বর ডেডলাইন থেকে মর্নিংওয়াকের পর এবার আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যু। ফের শুভেন্দু অধিকারীর উল্টো সুর শোনা যায় দিলীপ ঘোষের মুখে। বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতার মধ্য়ে দ্বন্দ্বের জল্পনা দিনে দিনে জোরাল হচ্ছে। এই পরিস্থিতিতেই দিলীপ ঘোষের শুক্রবারের মন্তব্য কি ড্যমেজ কন্ট্রোলের প্রচেষ্টা ? 


দিলীপ ঘোষ বললেন : 


দলের অন্দরে ধারাবাহিক সংঘাতের আবহে আত্মপক্ষ সমর্থন। আর তা করতে গিয়ে তৃণমূলকে ( tmc ) বিঁধলেন বিজেপির ( bjp ) সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ( DILIP GHOSH ) । আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা থেকে শুরু করে করে তারিখ-রাজনীতি  অথবা মর্নিংয়াক-গিমিক বিতর্ক, সাম্প্রতিককালে একাধিক ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari )সঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতপার্থক্য সামনে এসেছে। এদিন সেবিষয়ে জিজ্ঞাসা করা হলে, দিলীপ ঘোষ বলেন, বিজেপিতে গণতন্ত্র আছে বলেই আলাদা মত পোষণ করা যায়। তার মানে অন্যের থেকে আলাদা হয়ে যাওয়া নয়। এরপরই তাঁর কটাক্ষ, তৃণমূলের মতো বোমা-বন্দুক নিয়ে তো লড়াই করছি না।   

আরও পড়ুন : 


 'আমাকে দেখে অনেকে মর্নিং ওয়াক করছেন, সকালে উঠতে দম চাই', শুভেন্দুর কটাক্ষের জবাবে পাল্টা দিলীপ




ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ 


'আপনাদের প্রয়োজনে আপনারা যেকোনও জিনিসকে বাড়ান আর কমান। আমরা একই পার্টির একই আদর্শ নিয়ে কাজ করি। হতে পারে কোনো বিষয় দুজনের মত আলাদা হয়। আর এটাই গণতন্ত্র। ভারতীয় জনতা পার্টির মধ্যে গণতন্ত্র আছে নিজের মনের কথা বলা যায় এটা তার প্রমাণ। তার মানে আলাদা হয়েগেছে নাকি? টি এম সির মতো বোম বন্দুক দিয়ে লড়াই করছি নাকি।' বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। 


সমস্যার শিকড় 


খালি পুলিশের ওপর ভরসা করলে হয় না, নিজেদেরও ব্যবস্থা করতে হয়। আসানসোলে শুভেন্দু অধিকারীর সভায় ভিড়
সামলানোর প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। পদপিষ্ট হয়ে ৩ জনের মৃ্ত্যু নিয়ে সমালোচনা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির। দান-খয়রাতির বিষয়টি মানবতার অপমান, কটাক্ষ দিলীপের। শুভেন্দুর সভায় কম্বল বিলি কর্মসূচি নিয়েও প্রশ্ন
গরিবদের সাহায্য করার আরও উপায় আছে, মন্তব্য দিলীপের।  এর আগেও অবশ্য বিভিন্ন ইস্যুতে তাঁদের কথায় ঠান্ডা বিবাদের আঁচ পাওয়া যায়। সেই প্রসঙ্গে প্রশ্ন ওঠে, বঙ্গ বিজেপিতে সব কিছু ঠিকঠাক নেই? দিলীপ ঘোষের সঙ্গে কি শুভেন্দু অধিকারীর সম্পর্কে ফাটল ধরেছে ? বঙ্গ বিজেপি কি গোষ্ঠী-উপগোষ্ঠীতে বিভক্ত ?


কুণালের জবাব 


এই বিষয়ে তৃণমূল শিবিরের হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ' চারআনার দলের হাস্যকর কথা। আদি বিজেপির সঙ্গে দলবদলু বিজেপির লড়াই। গেরুয়া পার্টির গোড়ায় গলদ, চলছে শীতকালীন সার্কাস। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। '