Ram Mandir: অযোধ্য়ায় বাড়তি নিরাপত্তা, সুশৃঙ্খলভাবে রামমন্দির দর্শনের বন্দোবস্ত প্রশাসনের

Ayodhya: শুক্রবার প্রজাতন্ত্র দিবস। তার আগে অযোধ্যায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে নিরাপত্তারক্ষী।

Continues below advertisement

উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়, অযোধ্য়া: অযোধ্যার (Ayodhya) রাম মন্দির (Ram Mandir) সর্ব সাধারণের জন্য খুলে দেওয়ার পর আজ দ্বিতীয় দিন। গতকাল তুমুল বিশৃঙ্খলার পর, আজ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে রামলালা দর্শন। এদিনও সকাল থেকেই লক্ষ্য করা গেছে পুণ্যার্থীদের ভিড়। সকলেই উদগ্রীব হয়েছিলেন ভোরের মঙ্গল আরতি দেখার জন্য। তবে গতকালের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এদিন শুরু থেকেই সতর্ক প্রশাসন। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, প্রতিমুহূর্তের আপডেট নিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।  তবে মঙ্গলবারের বিশৃঙ্খলার পর, বুধবার বাড়তি সতর্ক অযোধ্য়ার প্রশাসন। আরও বেশি করে মোতায়েন করা হয়েছে বাহিনী।

Continues below advertisement

ব্যাগ, মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দর্শনার্থীদের। সোমবার প্রাণপ্রতিষ্ঠা সমারোহ মিটেছে নির্বিঘ্নেই, মঙ্গলবার অযোধ্যায় ভিড়ের কারণে সৃষ্টি হয়েছিল চূড়ান্ত বিশৃঙ্খলা। কিন্তু বুধবার দেখা গেল উল্টো ছবি। লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে দর্শনের বন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের তরফে। ক্রাউড কন্ট্রোলে বিশেষ ব্যবস্থা করেছে উত্তরপ্রদেশ পুলিশ। মঙ্গলবারের তুলনায় এদিন ভিড় ছিল অনেকটাই কম। 

বাড়ানো হয়েছে নিরাপত্তা: শুক্রবার প্রজাতন্ত্র দিবস। তার আগে অযোধ্যায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে নিরাপত্তারক্ষী। সরয়ূতে নৌকায় করে চলছে নজরদারি। দর্শনপর্বে পদপিষ্টের মতো ঘটনা যাতে না ঘটে , তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে গর্ভগৃহে। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের মুখ্যসচিব সঞ্জয় প্রসাদ এবং আইজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমারকে গোটা বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। সেইমতো রাম মন্দির চত্বরে থেকে সমগ্র বিষয়টি পরিচালনা করছেন তাঁরা। দর্শন প্রক্রিয়া সুষঠুভাবে সারতে চ্যানেল তৈরি করা হয়েছে। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, গতকাল প্রায় ৫ লক্ষ পুণ্যার্থী রামলালার দর্শন করেছেন। RAF-এর ডেপুটি কমান্ডান্ট জানিয়েছেন, রাম মন্দিরের ভিতরে ও বাইরে মিলিয়ে প্রায় এক হাজার জওয়ান মোতায়েন করা হয়েছে। 

কথিত আছে, ১৪ বছক বনবাসে থাকাকালীন কন্দমূল খেয়ে থাকতেন রাম। অযোধ্যায় এখন হিড়িক পরে গেছে কন্দমূল কেনার। এক এক পিসের দাম ১০ টাকা। এই কন্দমূলই প্রসাদ হিসেবে কিনে নিয়ে যাচ্ছেন রাম ভক্তরা। সব মিলিয়ে, উদ্বোধনের ২ দিন পরও অযোধ্যায় উৎসবের মেজাজে ভাটা পড়েনি এতটুকু। 

কী হয়েছিল মঙ্গলবার? রাম ভক্তদের ভিড়ে গতকাল চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় অযোধ্যায়। ভক্তদের বাঁধভাঙা ভিড় উপচে পড়ে অযোধ্যায়। ব্য়ারিকেড ভেঙে এগনো সেই জনস্রোত সামাল দিতে গিয়ে নাকানি চোবানি খেতে হয় পুলিশ প্রশাসনকে।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola