কলকাতা : দুর্গাপুজোর রেশ শেষ হয়ে গেলেও উৎসবের মেজাজ এখনও শেষ হয়নি। আর কয়েকদিনের মধ্যেই আলোর উৎসব। দীপাবলি। সঙ্গে কালীপুজো। যে পুজোর আগে নিরাপত্তা নিয়ে বাড়তি ব্যবস্থা নিল পুলিশ। কালীপুজোয় (Kalipuja 2023) কলকাতায় অতিরিক্ত প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। ১৩ নভেম্বর বিসর্জনের দিনও প্রায় ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে।


কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে জানা যাচ্ছে, রাস্তায় থাকবেন ২১ জন ডিসি পদমর্যাদার অফিসার, ৩৫ জন এসি পদমর্যাদার অফিসার। কলকাতার সমস্ত ঐতিহ্যবাহী কালীমন্দির চত্বরে অতিরিক্ত বাহিনী মোতায়ন করা হবে। বেআইনি শব্দবাজি মোকাবিলায় কড়া নজরদারি, শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি। বাজির ব্যবহার নিয়ে বড় আবাসন কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছে স্থানীয় থানা। 


এমনিতেই চলছে ক্রিকেট বিশ্বকাপ (World Cup 2023)। যার জন্য কলকাতায় থাকা ক্রিকেট দলগুলি থেকে ইডেন গার্ডেন্সে আয়োজিত হওয়া ম্যাচে বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখতে হচ্চে কলকাতা পুলিশকে। এর মাঝেই হতে চলেছে আলোর উৎসব। তাই সেই কথা মাথায় রেখে বাড়তি অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। 


কিছুদিন আগেই গিয়েছে শারদোৎসব। তার আগে কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলির নিরাপত্তা ও ব্যবস্থাপনা খতিয়ে দেখেছিল কলকাতা পুলিশ। সঙ্গে ছিলেন দমকল ও কলকাতা পুরসভার প্রতিনিধিরা। পুজোর মরশুমে শহরে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ থাকায় ভিড় বেশি হওয়ার আশঙ্কাও ছিল। যথেষ্ট ভিড়ের বহর দেখা গেলেও তা ভালভাবেই সামাল দিয়েছিল কলকাতা পুলিশ। পাশাপাশি একই রকম ব্যবস্থা কালীপুজোর ক্ষেত্রেও তাঁরা নিতে পারেন বলেই মনে করা হচ্ছে।                                                                                                                                                                   


 


আরও পড়ুন- রাম মন্দিরের তরফে আতপ চাল পৌঁছল কলকাতায়, সেই চাল দিয়ে অযোধ্য়ায় আমন্ত্রণ জানাবে বিশ্ব হিন্দু পরিষদ