অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা: আগামী বছরের শুরুতেই অযোধ্য়ায় (Ayadhya) রাম মন্দিরের উদ্বোধন। তার আগে, রাম মন্দিরের (Ram Mamdir) তরফে প্রসাদ হিসেবে আতপ চাল এসে পৌঁছল বিশ্ব হিন্দু পরিষদের কলকাতার অফিসে। বাংলার বিভিন্ন প্রান্তে সেই চাল পৌঁছে দিয়ে অযোধ্য়ায় আমন্ত্রণ জানাবে বিশ্ব হিন্দু পরিষদ। 


সরয়ূর তীরে ইতিহাসের নির্মাণ, অযোধ্য়ায় বহু প্রতীক্ষিত রামমন্দিরের নির্মাণ প্রায় শেষের মুখে। আগামী বছর লোকসভা ভোটের আগে, ২২শে জানুয়ারি মন্দিরের উদ্বোধন, তার আগে, প্রসাদ হিসেবে আতপ চাল এসে পৌঁছেছে বিশ্ব হিন্দু পরিষদের (Vishwa Hindu Parishad) কলকাতার দফতরে। 


বিশ্ব হিন্দু পরিষদের ( Vishwa Hindu Parishad ) তরফে জানানো হয়েছে, গ্রাম থেকে শহর, প্রত্য়েকটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে এই চাল। এভাবেই বাংলার প্রত্য়েককে অযোধ্য়ার রাম মন্দির দর্শনের আমন্ত্রণ জানানো হবে।                                                                                                               


অখিল ভারতীয় বিশ্ব হিন্দু পরিষদের সহ সম্পাদক স্বপনকুমার মুখোপাধ্য়ায়ের কথায়, মন্দির প্রায় শেষের পথে। প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুখ্য়মন্ত্রী থাকবেন। সারা ভারতের সমস্ত পরিবারে যাব। সমস্ত গ্রামে যাব। আমন্ত্রণ করব। সবাইকে বলব ২২ ফেব্রুয়ারির পরে সেখানে যাবেন। ২৭ জানুয়ারি-২২ ফেবরুয়ারি, ভারতের একেক প্রান্তকে ওখানে ডাকা হচ্ছে। বাংলায় ৬ ফেব্রুয়ারি। ৫-৬ হাজার কার্যকর্তা যাবেন। বেশি জনের ব্য়বস্থা করা যাবে না। তাই ২২ ফেব্রুয়ারির পর সবাই আসুন। ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি সারা ভারতে যাব। পরিবারে যাব। 


রামমন্দির (Ram Mandir) দর্শনের আমন্ত্রণ,ভোটের আগে রাজনীতি? তৃণমূল (TMC) কংগ্রেস সাংসদ শান্তনু সেন বলছেন, যারা চাল দিয়ে আমন্ত্রণ জানায়, তারা মানুষের মুখে চাল তুলে দিতে পারছেনা। নির্বাচনের আগে বিভাজনের রাজনীতি। 


সবই তো রামময়। সবাই তার কর্মী। এতে কোনও রাজনীতি নেই। বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে, এই আতপ চাল, প্রস্তাবিত রামমন্দিরের চিত্র ও হিন্দি ও বাংলা দুভাষায় লেখা একটি নিমন্ত্রণ পত্র দিয়ে সকলকে আমন্ত্রণ জানানো হবে।