কলকাতা: ৪ জুন ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনে (Loksabha Election Result 2024) ফল। তাতে জয়জয়কার তৃণমূলের। সেই ফল প্রসঙ্গে ২১-এর সমাবেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জনগর্জন দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ।
নির্বাচনে জয় প্রসঙ্গে কী বললেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়?
গত ৪ জুন প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের জয়। রাজ্যে ৪২টি আসনের মধ্যে ২৯টি আসনে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। নিজেদের টার্গেটের ধারেকাছেও যেতে পারেনি বিজেপি। শুধু লোকসভা নির্বাচনই নয়, উপনির্বাচনের ফলেও জয়জয়কার ঘাসফুল শিবিরের। ৪টি কেন্দ্রে জয়ধ্বজা উড়েছে তৃণমূলের। আর এই জয়ের প্রসঙ্গই এবার উঠে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। ২১ জুলাইয়ের সভা থেকে তিনি বলেন, "২৪-এর নির্বাচনে ঐতিহাসিক জয় ব্রিগেরডের মাটি থেকে ১০ মার্চ আপনাদের পাথেয় করে লড়াই শুরু করেছিলাম। আমরা বলেছিলাম জনগণের শক্তিতে বিশ্বাস করি। স্বৈরতন্ত্রের শাসককে বিশ্বাস করি না। জনগণের গর্জন কী জুনের ৪ তারিখ ভারতের মানুষকে দেখিয়েছে। এই জয়ের প্রধান কারিগর কেউ হয়, রোদ ঝড় উপেক্ষা করে ২১ জুলাইয়ে উপস্থিত হয়ে তৃণমূলের প্রকত্যেকটা সৈনিকের জয়। এই জয় আপনাদের জয় এবং নেত্রীর চরণে সমবেত হয়ে এই সমাবেশ মঞ্চে যাঁরা রয়েছি তাঁরা সমর্পণ করছি। প্রণাম করছি। গত ২১জুলাই বলেছিলাম মানুষের শক্তি কী দেখাব। আমরা ২৪ -এর ২১ জুলাই বিজেপিকে বাংলা থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। এই বিপুল জয়ে বাংলার মানুষের আশীর্বাদ, সমর্থন হৃদয়ের আমাদের হৃদয়ের মণিকোঠায় রেখে বিনম্র্ হতে হবে। আত্মতুষ্ঠির জায়গা নেই।''
২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। এই মঞ্চ থেকে এদিন নতুন লড়াইয়ের পথও বাতলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "এখন থেকেই ২৬-এর প্রস্তুতি নিতে হবে। কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি বলেছি। দল কিন্তু ফলের পর কার কী ভূমিকা ছিল পর্যালোচনা করে দেখবে। আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাব। আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় থাকুন। আপনি টিকিট পাবেন, বিধানসভা লোকসভায় এসে মমতা অভিষেক মিটিং করবেন, আপনি জিতবেন। গায়ে গতরে পরিশ্রম করতে হবে। বাংলার ১০ কোটি মানুষের সম্মানের লড়াই।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 21 July: ধর্মতলায় জনজোয়ার, ২১-র সমাবেশে তৃণমূলের হটকেক লক্ষ্মীর ভাণ্ডার