কলকাতা : 'এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে ইডি তাঁকে গ্রেফতার করে, তাহলে স্বাধীন ভারতের সর্ববৃহৎ কেলেঙ্কারি NEET কেলেঙ্কারি, সেই NEET কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করবে না ?' ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে এই প্রশ্ন তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


এবার ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষা দেন প্রায় ২৩ লক্ষ মেধাবী পড়ুয়া। আর সেই পরীক্ষারই প্রশ্নপত্র কি না ফাঁস হয়ে গেছে ! যার জেরে সম্প্রতি প্রবল সমালোচনার মুখে পড়ে মোদি সরকার।


NEET UG-তে প্রশ্ন ফাঁস হয়েছে। বাতিল করা হয় NEET PG। অর্থাৎ MBSS থেকে MD-MS, ডাক্তারির একের পর এক প্রবেশিকায়, কোথাও প্রশ্নফাঁস, কোথাও আবার প্রশ্নফাঁসের আশঙ্কায় পরীক্ষায় স্থগিত হয়ে যায় ! এমন ঘটনা দেশে বেনজির বলেই মনে করেন অনেকে। যা নিয়ে
প্রবল সমালোচনার মুখে পড়ে মোদি সরকার। NEET-UG-র প্রশ্নফাঁসের ঘটনায় FIR দায়ের করে তদন্ত শুরু করেছে CBI।


কেন্দ্রীয় এজেন্সির তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, FIR-এ অভিযোগ করা হয়েছে, ৫ মে, বিদেশের ১৪টি শহর-সহ মোট ৫৭১টি শহরের ৪ হাজার ৭৫০টি সেন্টারে, NEET UG নেয় NTA অর্থাৎ ন্য়াশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষায় বসে ২৩ লক্ষের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন কয়েকটি রাজ্য়ে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটে। 


কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে CBI-কে অনুরোধ করা হয়, ষড়যন্ত্র, প্রতারণা, নকল, বিশ্বাসভঙ্গ, তথ্য়লোপাট-সহ যাবতীয় অনিয়মের অভিযোগ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে। মন্ত্রকের তরফে বলা হয়, কোনও সরকারি কর্মী এতে জড়িত থাকলে তার ভূমিকাও খতিয়ে দেখতে।


সেই মতো CBI ফৌজদারি মামলা রুজু করে তদন্তে নেমেছে। অগ্রাধিকার দিয়ে গঠন করা হয়েছে আলাদা টিম। NEET নেয় কেন্দ্রীয় এজেন্সি। এই পরীক্ষায় দুর্নীতির তদন্তও করছে আরেক কেন্দ্রীয় এজেন্সি। শেষ অবধি সত্য়িটা বেরোবে তো ?  


এই ঘটনায় এবার ২১ জুলাইয়ের মতো বড় মঞ্চ থেকে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্মেন্দ্র প্রধানের গ্রেফতারি দাবি করলেন তিনি। এপ্রসঙ্গে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের কথা তুলে ধরেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করেছিল ইডি। ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্য়ায়কে ( Partha Chatterjee ) গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এই এজেন্সি। এই মামলায় সেই থেকে জেল বন্দি তিনি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।