ঐশী মুখোপাধ্যায়, বারাসাত : বারাসাতে রামনবমীর মিছিলে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। হুড খোলা জিপে ছিলেন মিঠুন। তার পাশেই সোনালি রঙের গদা হাতে দেখা গিয়েছে সুকান্তকে। মিছিলে জনসাধারণের সঙ্গে পা মিলিয়ে হেঁটেওছেন বিজেপির রাজ্য সভাপতি। আর রামনবমীর এই বর্ণাঢ্য সুবিশাল শোভাযাত্রা থেকে দিয়েছেন কড়া বার্তা। সুকান্ত মজুমদারের কথায়, 'মানুষ, পুরুষ, মহিলা সবাই নেমেছে দেখুন। সবাই বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলাদেশে পরিণত হবে, আর সেটা মহিলারা অন্তত চান না। তার কারণ হচ্ছে বাংলাদেশে হিন্দু মহিলাদের সঙ্গে কী ধরনের অত্যাচার হচ্ছে সেটা তো বুঝতে পারছে মানুষ। দেখতে পাচ্ছে।'  

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার সারাদিন বিজেপির পাশাপাশি তৃণমূলের একাংশকেও দেখা গিয়েছে রামনবমী উদযাপন করতে। পুজোয় শামিল হয়েছেন শশী পাঁজা। মিছিলে পা মিলিয়েছেন কুণাল ঘোষ থেকে শতাব্দী রায়। রামনবমীর মিছিলে হেঁটেছেন শওকত মোল্লাও। রামনবমীর দিন সম্প্রীতির বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের এভাবে রামনবমী পালন নিয়েও কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার বলেছেন, 'জানেন কারা রামনবমীকে আগে বহিরাগত কালচার বলত। এখন তারা নিজেরাই রামনবমী করছে। ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে চড়ে না। এখন গাছে চড়ছে। প্রশ্ন হচ্ছে এতদিন করেননি কেন? এতদিন রামকে বহিরাগত বলেছেন কেন? মানুষ জানান দিচ্ছে যে আগামী দিনে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে।' 

বারাসাতের মেগা-র‍্যালি থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরও বলেছেন, 'মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া। এই সাড়া প্রমাণ করছে, বাংলার হিন্দু সমাজ, জাতি-বর্ণ নির্বিশেষে তারা সকলে একত্রিত হয়েছে রামনবমীকে উদযাপন করার জন্য। জানেন কারা আগে রামনবমীকে বহিরাগত কালচার বলত, জয় শ্রী রামের ধ্বনিকে গালি হিসেবে বলত, তারা এখন বুঝতে পারছে, তারা নিজেরাই রামনবমী করছে।' 

রাজ্যজুড়ে রামনবমী পালনের ধুম। দিনভর তৃণমূল-বিজেপি টক্কর। মিছিল পাল্টা মিছিল। নন্দীগ্রামে রামমন্দিরের শিলান্যাস শুভেন্দুর। কলকাতা থেকে জেলা, পথে তৃণমূলও। কোথাও তরবারি, কোথাও কাটারি। রামনবমীতে অস্ত্রের ঝনঝনানি! বারাসাত, কাঁকিনাড়া থেকে মুর্শিদাবাদ, সিউড়ি, রামপুরহাট। জেলায় জেলায় অস্ত্র নিয়ে মিছিল। সিউড়িতে হিনদু জাগরণ মঞ্চে শোভাযাত্রায় নাবালকদের হাতে অস্ত্র। বাজেয়াপ্ত করল পুলিশ। পুরুলিয়ায় রামনবমীর শোভাযাত্রায় তলোয়ার হাতে বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর। লাঠি খেললেন দিলীপ-সৌমিত্র খাঁ। দুর্গাপুরে লাঠি হাতে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। হাইকোর্টের অনুমতি নিয়ে হাওড়ায় রামনবমীর জোড়া মিছিল।