কলকাতা: সন্দেশখালিকাণ্ড (Sandeshkhali Chaos) নিয়ে প্রধানমন্ত্রীর তীব্র আক্রমণের জবাব দিল তৃণমূল (Trinamool Congress)। প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) তিন প্রশ্ন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের। এক্স হ্য়ান্ডেলে তিন প্রশ্ন করে উত্তর চাইলেন তৃণমূল সাংসদ।
তীব্র আক্রমণের জবাব: সন্দেশখালিকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব খোদ প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব ছুড়ে দিল তৃণমূল। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে ডেরেক ও'ব্রায়েন লেখেন, 'দেশে কেন প্রত্যেক ঘণ্টায় মহিলাদের উপর আক্রমণের ৫১টি মামলা দায়ের হয়? লোকসভায় কেন বিজেপির মাত্র ১৩ শতাংশ মহিলা প্রতিনিধি? বিজেপির ১৯৫ জনের প্রার্থীতালিকায় কেন মাত্র ১৪ শতাংশ মহিলা? মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনে অভিযুক্ত বিজেপি সাংসদের কেন শাস্তি হয় না?'
বারাসতের কাছারি ময়দানের সভা থেকে,সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে, তৃণমূলের বিরুদ্ধে সরব হন নরেন্দ্র মোদি। নারীশক্তির উপর অত্যাচারের অভিযোগ তুলে, তৃণমূল দোষীদের বাঁচানোর চেষ্টা করছে বলে ঝাঁঝালো আক্রমণ শানান প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বলেন, “নারীশক্তির উপর অত্যাচার ঘোর পাপ, সন্দেশখালিতে যা হয়েছে, মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে। দোষীদের বাঁচানোর জন্য সর্বশক্তি। অত্যাচারী নেতাদের উপর ভরসা আছে, মা বোনেদের উপর নেই।’’ দুয়ারে লোকসভা ভোট, তার আগে নারী-নির্যাতনের অভিযোগকে হাতিয়ার করে, তৃণমূলের বিরুদ্ধে রাজ্যজুড়ে লড়াইয়ের দিক নির্দেশ করে দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বাংলার মহিলা-দেশের মহিলারা ক্ষুব্ধ। ক্ষোভ সন্দেশখালিতে সীমিত থাকবে না। বাংলার নারীশক্তি বেরিয়ে পড়েছে। মা বোনেদের আওয়াজ একমাত্র বিজেপিই।’’
অন্যদিকে, কৃষ্ণনগরের সভায় সন্দেশখালির মহিলাদের দুর্গা বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। সেই মহিলাদেরই আজ ত্রিশূল নিয়ে বারাসাতে মোদির সভায় যেতে দেখা গেল। মাসদুয়েক ধরেই অশান্ত সন্দেশখালি। শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে সেখানে বারবার নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই আবহে আজ বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির মহিলাদের নিয়ে যাওয়ার উদ্য়োগ নেয় বিজেপি। সন্দেশখালি থেকে নৌকায় চড়ে ধামাখালি পৌঁছন মহিলারা। এরপর বাসে চড়ে বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় যান তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: TMC On Train Cancel: জোড়া ট্রেনের আবেদন খারিজ রেলের, বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূলের