কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্না কর্মসূচি ঘিরে উত্তাল হয়েছে রাজধানী দিল্লি (MGNREGA Dues)। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ১০০ দিনের কাজের টাকা ইচ্ছাকৃত ভাবে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে অভিযোগ তৃণমূলের (TMC)। অন্য দিকে, বিজেপি-র (BJP) অভিযোগ, ১০০ দিনের কাজের টাকায় দুর্নীতি হয়েছে, লক্ষ লক্ষ জব কার্ড বাতিল হয়েছে, তাই চুরি রুখতেই টাকা দেওয়া হয়নি। 


সেই নিয়ে বিতর্কের মধ্যেই এবার বিজেপি-র দাবির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান উঠে আসছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-'২৩ অর্থবর্ষে গোটা দেশে ৫ কোটি ১৮ লক্ষ ৯১ হাজার ১৬৮টি জব কার্ড বাতিল হয়। শুধু পশ্চিমবঙ্গ নয়, সেই তালিকায় নাম ছিল অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, বিজেপি শাসিত গুজরাত এবং উত্তরপ্রদেশেরও।


কেন্দ্রীয় পরিসংখ্যানে দেখা যায়, পশ্চিমবঙ্গে ৮৩ লক্ষ ৩৬ হাজার ১১৫টি জব কার্ড বাতিল হয়। অন্ধ্রপ্রদেশে বাতিল হয় ৭৮ লক্ষ ৫ হাজার ৫৬৯টি জবকার্ড। উত্তর প্রদেশে ৬২ লক্ষ এবং গুজরাতে ৪ লক্ষ ৩০ হাজার ৪০৪টি জব কার্ড বাতিল হয়। জব কার্ড বাতিলের কারণ হিসেবে ভুয়ো জব কার্ড, ডুপ্লিকেট জব কার্ডকে কারণ হিসেবে যেমন দেখায় কেন্দ্র। তেমনই পঞ্চায়েত এলাকা ছেড়ে মানুষের চলে যাওয়া এবং ১০০ দিনের কাজের প্রতি অনীহার কথাও সামনে আনা হয়।


আরও পড়ুন: TMC Delhi Protests: বকেয়ার অঙ্ক নিয়ে তরজা, বাগযুদ্ধ-কটাক্ষের বৃষ্টি, মঙ্গলে তপ্ত রইল দিল্লি


কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মঙ্গলবার দিল্লিতে যখন তীব্র টানাপোড়েন চলছে, সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি-র সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন। ভুয়ো জব কার্ড দেখিয়ে রাজ্যের তৃণমূল সরকারের আমলে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর পাল্টা, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, দু'বছর ধরে টাকা বন্ধ। দুর্নীতি হয়ে থাকলে বিজেপি-র পঞ্চায়েত প্রধানরা কেন এফআইআর দায়ের করেননি? তাতে এফআইআর দায়েরের দায়িত্ব রাজ্যের বলে জানান শুভেন্দু। 


এই টানাপোড়েনের মধ্যেই কেন্দ্রীয় পরিসংখ্যানের প্রসঙ্গ ফিরে এসেছে। এবিপি আনন্দের 'আনন্দ সকাল' অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রশ্ন তোলেন, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশেও লক্ষ লক্ষ জব কার্ড বাতিল হয়েছে। অথচ কোথাও টাকা আটকানো হয়নি। শুধুমাত্র বাংলার প্রাপ্যই আটকে রাখা হয়েছে কেন ? এই টানাপোড়েনে নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ, দরিদ্র মানুষ। তাঁদের নিয়ে ভাবনা-চিন্তা নেই কারও। বাংলার ৩ কোটি ৬৩ লক্ষ মানুষ ১০০ দিনের কাজের উপর নির্ভরশীল। দু'বছর ধরে টাকা না পেয়ে, তাঁরাই শুধু কষ্ট পাচ্ছেন।