কলকাতা : পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) বিপুল ব্যবধানে জয়ের পর প্রথম একুশ জুলাই। শহিদ দিবসের মঞ্চে মিলেমিশে যাচ্ছে ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকদের জয়ের আনন্দের কোলাজ। রাজ্যের সব রাস্তা যেন মোড় নিয়েছে ধর্মতলায় তৃণমূলের (TMC) সভামঞ্চের দিকে। আর সেই সময়েই একুশের সমাবেশ নিয়ে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


রাজ্যের বিরোধী দলনেতার খোঁচা, 'একুশের মঞ্চ এক কাটমানির মঞ্চ। পাগলু ডান্সের মঞ্চ। ওখানে যাওয়ার জন্য সকাল-দুপুর-রাত তিনবেলা শুধু ডিম-ভাত।' রাজ্যে পালবদলের পর্বে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ফের একবার চিটফাণ্ডকাণ্ড নিয়েও সরাসরি আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।


বিভিন্ন চিটফাণ্ডকাণ্ডে গ্রেফতার সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা মুখ্যমন্ত্রীর ফাণ্ডে টাকা দিতেন বলেই অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি সেই টাকা ভোটে লড়ার সময় তৃণমূলের বিধায়কদের দেওয়া হত বলেই অভিযোগ বিজেপি নেতা। শুভেন্দু দাবি, উপেন বিশ্বাস ছাড়া তৃণমূলের সব বিধায়ককে ২০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। আর সেই ভিত্তিতেই মুকুল রায়, মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করা উচিত বলেই দাবি তুলেছেন তিনি। রাজ্যে চিটফাণ্ড রমরমায় মেন বেনিফিসিয়ারি হিসেবে তৃণমূল সুপ্রিমোকে দাগিয়ে তাঁর গ্রেফতারিও দাবি করেছেন শুভেন্দু অধিকারী।


পাশাপাশি শুক্রবার একুশের সভার প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)বাড়ির চত্বরে ভোজালি, আগ্নেয়াস্ত্র সহ সন্দেহভাজন ব্যক্তির গ্রেফতারি নিয়ে রাজ্য প্রশাসন ও পুলিশকে নিশানা করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ রাজনীতি করতে ব্যস্ত। পুলিশকে ব্যবহার করা হচ্ছে ছাপ্পা মারার কাজে, ব্যালট ছেঁড়ার কাজে। আর সেই সমস্ত কাজ করতে গিয়ে নিজেদের কাজ, দায়িত্ব ভুলছে পুলিশ। অকমর্ণ্য হয়ে পড়েছে, বলেই অভিযোগ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।


ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা দেওয়াই পুলিশ প্রশাসনের কাজ। আর যে কাজে তাঁরা ব্যর্থ হচ্ছে বলেই দাবি করে কলকাতা পুলিশের কমিশনার ও কালীঘাট থানার আইসি-র সাসপেন্ড হওয়া উচিত বলেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী


                                                       


আরও পড়ুন- রাস্তাতেই রান্নাঘর, ডিম নয়, দুপুরে মাংস-ভাতের বন্দোবস্ত, একুশের মাঝে এলাহি আয়োজন তৃণমূল কর্মী-সমর্থকদের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial