অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: ফের গোষ্ঠীকোন্দলের আঁচ তৃণমূলে (TMC), এবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) মোহনপুরের শিয়ালসাই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) ঘটনা। আক্রান্ত বুথ সভাপতির নাম নবীন মৈশাল। হামলার অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান ভগবান মাইতির বিরুদ্ধে।


কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে শোনা গিয়েছে, সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভগবান মাইতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনাস্থা এনেছিলেন দলীয় সদস্যদের একাংশ। অভিযোগ, তার জেরেই গত কাল অর্থাৎ সোমবার পঞ্চায়েত অফিসে দলের বুথ সভাপতি নবীন মৈশালকে মারধর করেন তৃণমূল প্রধান। আহত তৃণমূল নেতা হাসপাতালে ভর্তি রয়েছেন। কোনও অভিযোগ মানতে চাননি পঞ্চায়েত প্রধান। বরং তাঁর অভিযোগ, নিগ্রহের শিকার হয়েছেন। দু’পক্ষই মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছে। পঞ্চায়েত ভোটের আগে শাসকদলের কোন্দল একে একে সামনে আসছে, কটাক্ষ বিজেপির। আলোচনার মাধ্যমে সবটা মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু এই ধরনের অশান্তি কোনও বিচ্ছিন্ন ঘটনা কি? গত কয়েকদিনে যে ভাবে শাসকশিবিরের অন্তর্কলহ নিয়ে জল্পনা দানা বেঁধেছে, তার পর পশ্চিম মেদিনীপুরের এই ঘটনা স্রেফ অন্তর্কলহ বলে উড়িয়ে দিতে নারাজ রাজনৈতিক মহল। 

মালদায় ক্ষোভ...
গত কালই পুরাতন মালদা পুরসভায় কাউন্সিলরদের ভাতা বৃদ্ধি নিয়ে ক্ষোভ দেখা গিয়েছিল দলের অন্দরেই। তিন হাজার ৭০০ টাকা থেকে কাউন্সিলর ভাতা বৃদ্ধি করে করা হয় আট হাজার টাকা। এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন পুরাতন মালদার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বৈশিষ্ট্য ত্রিবেদী। তাঁর অভিযোগ, এই ভাতাবৃদ্ধি মোটেও নিয়ম মেনে হয়নি। যদিও পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের দাবি, নিয়ম মেনেই ভাতা বৃদ্ধি করা হয়েছে। বোর্ড অফ কাউন্সিলরসের বৈঠকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে হাজির ছিলেন বৈশিষ্ট্য ত্রিবেদীও। মানুষের কাজ না করে নিজেদের শ্রীবৃদ্ধি করতে ব্যস্ত তৃণমূল, বিষয়টি নিয়ে কটাক্ষ করে বিজেপির। পঞ্চায়েত ভোটের আগে এমন ঘটনায় অস্বস্তিতে জোড়াফুল শিবির। শীর্ষনেতাদের প্রতিক্রিয়া, সরকারের অনুমোদন ছাড়া ভাতা বৃদ্ধি করা যায় না। পুরাতন মালদায় কী হয়েছে খোঁজ নিয়ে দেখা হবে, জানাচ্ছেন তাঁরা। ঘটনাচক্রে সেদিনই আবার, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীবিবাদ প্রকাশ্যে আসে। ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামেন দলীয় কর্মীরা।


আরও পড়ুন:২ দিনে প্রায় ৭ ডিগ্রি নামল পারদ, নতুন করে শীতের শিরশিরানি ফাগুনে