কলকাতা: গত কয়েক বছরের তুলনায়, এবার আরও বড় করে রামনবমী পালনের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পিছিয়ে নেই তৃণমূলও। রবিবার পথে নামছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে ফিরহাদ হাকিম, সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়, সৌগত রায়, কুণাল ঘোষেরা। এদিন সকালেই রাজ্যবাসীকা রামনবমীর বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


মুখ্যমন্ত্রী লিখেছেন, 'রাম নবমীর পবিত্র তিথিতে সবাইকে শুভেচ্ছা। সবাইকে শান্তি বজায় রাখতে অনুরোধ জানাই। শান্তিপূর্ণ উপায়ে রাম নবমীর উৎসব পালন করুন, তার সাফল্য কামনা করি', পোস্ট মুখ্যমন্ত্রীর। 


প্রতিযোগিতা শুরু হয়েছে রামনবমী উদযাপনেও। রবিবাসরীয় সকালে একদিকে পথে নেমেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো।  টেক্কা দিতে তৃণমূল নেতারাও পৌঁছে গেলেন রাম মন্দির , হনুমান মন্দিরে। পুজো দিলেন, প্রসাদ খেলেন, বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটলেন। এদিকে রামনবমী পালন নিয়ে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।  


শশী পাঁজার রামনবমী 
রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবেই পুজো দিতে এসেছি। রামনবমীর দিন বাগবাজারে হনুমান মন্দিরে পুজো দিয়ে বললেন নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা। বাগবাজারে নন্দলাল বসু রোডে শীতলা মন্দিরেও পুজো দেন মন্ত্রী। রামনবমী নিয়ে বিজেপির সমালোচনা করেন শশী পাঁজা। বলেন, রামনবমী নিয়ে অহেতুক রাজনীতি করছে বিজেপি। 


অসিত মজুমদারের রামনবমী 

চুঁচুড়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে শহরজুড়ে রামনবমীর মিছিল হয় রবিবার সকালে। নাম সংকীর্তনের পাশাপাশি গাওয়া হল রবীন্দ্র সঙ্গীত। 


ক্যানিংয়ে সওকতের মিছিল 


ভাঙড়ের বোদরা থেকে রামনবমীর মিছিলে সামিল হলেন ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। মিছিলের মধ্য়েই সাঁওতালি নাচ, মাদল বাজিয়ে রামনবমী উদ্‍যাপনে মাতলেন তৃণমূল নেতা, কর্মীরা।


 শিলিগুড়ির মেয়র গৌতম দেবের রামনবমী


রামনবমী উপলক্ষ্যে সকাল সকাল মন্দিরে গিয়ে পুুজো করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মহাবীরস্থানে সত্যনারায়ণ মন্দিরে পুজো করার পর দিনভর রামনবমীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তৃণমূল নেতা। রামকৃষ্ণ মিশনে রামনবমীর পুজোয় থাকবেন শিলিগুড়ির মেয়র। রাতে নিজের বাড়িতে নারায়ণ পুজো করবেন।


শতাব্দী রায়ের রামনবমী


রামনবমী উপলক্ষ্যে বীরভূমের সিউড়িতে রামের বড় কাটআউট এবং মনীষীদের ছবি নিয়ে বর্ণাঢ্য মিছিল করল তৃণমূল। মিছিলে ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সিউড়ি শহর ঘুরে হনুমান মন্দিরে পুজো দিয়ে শেষ হবে তৃণমূলের এই মিছিল। 


সবমিলেয়ে ধর্মীয় অনুষ্ঠান রামনবমীতে সকলেই মেতেছেন রাজনৈতিক ডিভিডেন্ড তোলার লড়াইয়ে।