সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমানের জামালপুর। একের পর এক জায়গায় তৃণমূলের দাদাগিরির অভিযোগ। বাংলার বুকে একাধিক বর্বরতার ঘৃণ্য নিদর্শন দেখা গিয়েছে ইদানীং। প্রতি ক্ষেত্রেই অভিযোগের তির উঠেছে তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আর এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সহ আরও নানা চাঞ্চল্যকর অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
উত্তর ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভদীপ ওরফে প্রসূন সরকার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক তরুণীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছেন তিনি। সেই সঙ্গে ওই তরুণীকে হুমকি দিয়ে, জোর করে পুরনো মেসেজ ডিলিটও করিয়েছেন। তরুণীর দাবি, অভিযুক্ত কাউন্সিলর প্রভাবশালী হওয়ায় তিনি ভয়ে নোয়াপাড়া থানার পরিবর্তে ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারিণী বলেন, ২০২১-এ আলাপ হয় ওই ব্যক্তির সঙ্গে। তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন তৃণমূল কাউন্সিলর শুভদীপ সরকার। তারপর যখন যুবতী বিয়ের কথা বলেন তখন তিনি বেঁকে বসেন। বিয়ের জন্য চাপ দেওয়াতে গত ৮ জুন তাঁকে হুমকি দিয়ে মোবাইল ফোন থেকে সব মেসেেজ ডিলিটও করান শাসক দলের ওই কাউন্সিলর।
তরুণীর অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া চাইতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তের বাবা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।