কলকাতা : হাওড়ার সংঘর্ষ (Howrah Clash) ঘিরে তৈরি হয়েছে তুমুল রাজনৈতিক চাপানউতোর। গতকালের সংঘর্ষের পর আজ ফের অশান্তি। ইটবৃষ্টির পাশাপাশি, শুরু হয় বিক্ষোভ। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। গতকালের হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শিবপুর জুড়ে পুলিশের (Police) টহলদারি চলছে। এর মাঝেই গোটা ঘটনার পিছনে দুষ্কৃতীদের হাত রয়েছে বলেই মনে করেন ফিরহাদ হাকিম। রাজনীতিকে নোংরামিতে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেছেন, 'ধর্মের নামে কেউ পলিটিক্যাল মাইলেজ নেবে এটা আমি বিশ্বাস করি না। সব জায়গাতেই কয়েকটা ক্রিমিনাল ঢুকে যায়, যারা এই বদমাইশিটা করে। যেখানে ইন্ধন থাকে রাজনীতিকে যাঁরা নোংরামিতে পরিণত করছে, তাঁদের ইন্ধন।' শিবপুর-হিংসার পর এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে দেওয়া এক্সক্লুসিভ টেলিফোনিক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, গণ্ডগোলকারীরা ইচ্ছে করে ওই এলাকায় ঢুকেছিল আশান্তি পাকাতে। তিনি বলেন, ' ওরা ওখানে ঢুকেছে, হামলা করেছে, দোকান ভেঙেছে, রমজান মাসে যারা উপবাস করে থাকে, তাদের ওখানে শান্তির পরিবর্তে অশান্তি পাকিয়েছে।...ওখানে পুলিশের কিছুটা ব্যর্থতা আছেই, আমি স্বীকার করি। অ্যাকশন যা নেওয়ার নেবই। আপাতত আমার আবেদন, এটা হিন্দুরা করেনি। আমরা সবাই হিন্দু। এটা করেছে বিজেপির হিন্দু মহাসঙ্ঘ, বজরং দল কীসব আছে তাদের নামে। তারা সরাসরি আক্রমণ করেছে। ' 


এদিকে, দেশের অন্তত ১০০টি জায়গায় হিংসায় প্ররোচনা বিজেপির। হাওড়ায় ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়াতে রুট বদল। অ্যাকশন নেব, এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee)। পুলিশের ভূমিকারও কড়া সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, শান্তির আবেদন করলেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এনআইএ তদন্তের দাবি বিরোধী দলনেতার। ৫ কোম্পানি সিআরপিএফ মোতায়েনের দাবি। হাইকোর্টে (Calcutta High Court) দায়ের করলেন জনস্বার্থ মামলা। 


পাশাপাশি হাওড়াকাণ্ড নিয়ে বিজেপিকে নিশানা করে ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'বিজেপির দাঙ্গাবাজি ফর্মুলা আবার কাজ শুরু করেছে, এক সম্প্রদায়ের বিরুদ্ধে আরেক সম্প্রদায়কে প্ররোচিত করার ফর্মুলা, অস্ত্র সরবরাহ করে উত্তেজনা ইচ্ছাকৃতভাবে বাড়ানোর ফর্মুলা, যাতে এর থেকে রাজনৈতিক ফায়দা লোটা যায়', গোটাটাই বিজেপির অপবিত্র নীল নকশা, ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। 


আরও পড়ুন- গতকালের সংঘর্ষের পর আজ ফের অশান্ত হাওড়া-শিবপুর, ইটবৃষ্টি, বিক্ষোভ