আলিপুরদুয়ারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন ঘিরে বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বক্সা-ফিডার রোডের একাংশ দখল করে ২ দিন ধরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। ফলে যাতায়াতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ক্ষমতায় থাকায় পুলিশের অনুমতি ছাড়াই এ ধরনের অনুষ্ঠান করছে তৃণমূল, দাবি বিজেপির। পুলিশি অনুমতির জন্য আবেদন করা হয়েছিল, সাফাই তৃণমূলের শহর ব্লক সভাপতির। রাস্তা দখল করে অনুষ্ঠান হচ্ছে না, তাই অনুমতির প্রয়োজন নেই. প্রতিক্রিয়া আলিপুরদুয়ার পুরসভার প্রসাশকের। 







তৃণমূল কংগ্রেসের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট। তৃণমূলনেত্রী লেখেন, মা-মাটি-মানুষের পরিবারের তরফে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলের কর্মী, সমর্থক, সদস্যদের শুভেচ্ছা জানাই। ১৯৯৮ সালের ১ জানুয়ারি আমাদের যাত্রা শুরু হয়েছিল। সেইসময় থেকে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছি। নতুন বছরে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা জোটবদ্ধ লড়াইয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, একে অপরের প্রতি সহৃদয় ব্যবহার, অন্যকে সম্মান করি। দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে শক্তিশালী করে তুলতে একসঙ্গে কাজ করি। আশীর্বাদের জন্য সকলকে ধন্যবাদ। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ট্যুইটে লেখেন তৃণমূলনেত্রী। নতুন বছরে বিভেদ ভুলে একসঙ্গে চলার বার্তা দিলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ এক অনুষ্ঠানে দলীয় কর্মীদের জোটবদ্ধ হয়ে থাকার বার্তা দেন তৃণমূলের জেলা সভাপতি। সাম্প্রতিককালে কোচবিহারে তৃণমূলের অন্দরে মতানৈক্যের ঘটনা বারেবারে প্রকাশ্যে এসেছে। তার প্রেক্ষিতেই পুরভোটের আগে কোন্দল রুখে একযোগে লড়াই করার ডাক দিয়েছেন তৃণমূল জেলা সভাপতি।