কলকাতা: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের (u19asia cup) ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন (champion) হয়েছে ভারতীয় দল (indian team)। দুবাইয়ে (dubai) হওয়া টুর্নামেন্টের ফাইনালে এক তরফা ম্যাচে জয় হাসিল করে নিয়েছেন ভারতীয় দল। ৯ বারের টুর্নামেন্টে ৮ বারই এই নিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। আর যুব ভারতীয় দলের সাফল্যে বেজায় খুশি সৌরভ গঙ্গোপাধ্যায় (sourav ganguly)। বিসিসিআই সভাপতি এই সাফল্যের নেপথ্যে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির অবদানের কথাও তুলে ধরেছেন। 


নিজের ট্যুইটার হ্যান্ডেলে সৌরভ লেখেন, "অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ী ভারতীয় দলকে অনেক অনেক শুভেচ্ছা। গত ১৫ মাস ধরে কোভিডের জন্য কোনও ম্যাচ খেলা সম্ভব হয়নি। কিন্তু এরপরও অসাধারণ একটা দলগত জয়। প্লেয়ারদের ছাড়াও, কোচ ও সাপোর্ট স্টাফদের শুভেচ্ছা জানাতে চাই যারা খুব অল্প সময় সেরা প্লেয়ারদের বেছে নিয়েছে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির কথা আলাদা করে বলতেই হয়। ছেলেদের এই সাফল্যের নেপথে এনসিএর কৃতিত্বও প্রাপ্য।"


দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল ২ দেশ। ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ৩৮ করা হয়েছিল। টস জিতে প্রথমে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে। ভারতের বোলারদের বোলিং দাপটে ম্যাচের প্রথম থেকেই চাপে ছিল লঙ্কা ব্যাটাররা। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে সেমিতে জয় পেয়েছিল ভারত। পরবর্তীতে ডাক ওয়ার্থ লুইস মেথডে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১০২ রানের। ভারতীয় দল ব্যাট করতে নেমে ২১.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে ম্যাচ জিতে যায় ৬৩ বল বাকি থাকতেই। ভারতের হয়ে অংকৃষ রঘুবংশী ৬৭ বলে ৫৬ রান করেন। শেক রশিদ ৪৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। এই নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টুর্নামেন্টের ইতিহাসে ফাইনালে মোট ৫ বারই জয় হাসিল করে নিল ভারত। ২০১৭ সালে একবার মাত্র এই টুর্নামেন্ট জিতেছে আফগানিস্তান। যদিও ভারত ২০১২ সালে পাকিস্তানের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয়।