হাওড়া: 'দিদির দূতে'র পর এবার 'অভিষেকের দূত'। 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচির পর এবার নতুন জনসংযোগ কর্মসূচি 'অভিষেকের দূত'। জানানো হয়েছে প্রাথমিক পর্যায়ে পুজোর সময় মানুষের পাশে থাকবেন 'অভিষেকের দূত'রা। মহালয়ার বিকেলে হাওড়া সদর তৃণমূল কার্যালয় থেকে তৃণমূল যুব কংগ্রেস কর্মসূচির সূচনা। উপস্থিত থাকবেন হাওড়ার সাংসদ-বিধায়করা। সূত্রের খবর, পরবর্তীতে অন্যান্য জেলাতেও শুরু হবে 'অভিষেকের দূত' কর্মসূচি। 


উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলা আর লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds) নিয়ে ইতিমধ্য়েই তোলপাড় রাজ্য রাজনীতি। অভিষেকের পিএ-কেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পিএ-কে (Personal Assistance) তলব করল ইডির। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পিএ সুমিত রায়কে (Sumit Roy) জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সূত্রের খবর। ইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। বুধবারই অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়তে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি (Enforcement Directorate)।                                                                                                                                                      


হাজিরা দেননি অভিষেক : স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক থেকে শুরু করে তাঁর বাবা-মাসহ স্ত্রীকেও তলব করেছিল ইডি তবে ED-র শেষ বারের তলবে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে হাজিরা না দিলেও হাইকোর্টের হুঁশিয়ারির পরই কেন্দ্রীয় এজেন্সির কাছে তাঁদের নথিপত্র পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে হাজিরা দিয়েছেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। ED সূত্রে দাবি, লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps And Bounds) সম্পর্কে আরও তথ্য জানতে, ভিষেকের PA সুমিত রায়কেও তলব করেছেন তাঁরা। যার বিরুদ্ধে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত রায়।     


আরও পড়ুন: Partha Chatterjee : জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে জেরা করল CBI