নয়াদিল্লি: আর তিন মাসও বাকি নেই, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ভাগ্য কিন্তু এখনও ঝুলে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসাবে পাকিস্তানের নাম ঘোষণা করা হয়েছিল। তবে বিসিসিআই (BCCI) আগেভাগেই জানিয়ে দিয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য় ভারতীয় দল পড়শি দেশের সফর করবে না। সেই কারণেই এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য ঝুলে রয়েছে। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি পর্যন্ত ঘোষণা হয়নি।
প্রাথমিকভাবে পাকিস্তানের লাহৌর, রাওয়ালপিন্ডি ও করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা। কিন্তু সেই নিয়ে জট অব্যাহত। তবে খবর অনুযায়ী আইসিসির তরফে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB) হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য রাজি করানো হচ্ছে। বিসিসিআইয়ের তরফেই এক নিরপেক্ষ স্থানে ভারতের ম্যাচ আয়োজন করার জন্য বলা হয়েছিল। তবে পাকিস্তান বোর্ডের তরফে এই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। পিসিবি প্রধান মহসিন নখবি সোমবারই দাবি করেন যে কোনও হাইব্রিড মডেল নয়, গোটা টুর্নামেন্টই পাকিস্তানে আয়োজিত হবে।
নখবির মতে অনুযায়ী ভারত বাদে বাকি সব দেশই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসতে রাজি। তাঁর দাবি ভারতের সমস্যা থাকলে ভারতীয় বোর্ডের পিসিবির সঙ্গে সরাসরি কথা বলা উচিত এবং পাকিস্তানেই যে গোটা টুর্নামেন্টের আসর বসবে, সেই বিষয়ে তিনি নিশ্চিত। প্রাথমিকভাবে ১৯ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হওয়ার কথা। তবে রিপোর্ট অনুযায়ী এই ডামাডোলের মাঝেও এই সপ্তাহ শেষের আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করে দেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
শেষমেশ যদি হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসে, সেক্ষেত্রে পিসিবি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে বলে পাকিস্তান মিডিয়ায় দাবি করা হচ্ছে। তবে অন্য এক রিপোর্টে দাবি করা হচ্ছে আইসিসির তরফে পাকিস্তানকে এই হাইব্রিড মডেলের প্রস্তাব মেনে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। অন্যথা হলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে চিন্তিত ক্রিকেটর সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই ডামাডোল শেষে কবে আইসিসির তরফে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হয় এবং সেটা কোথায় হয়, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কেন দিল্লি ক্যাপিটালস ছাড়লেন পন্থ? নিলামের আগে নিজেই মুখ খুললেন ঋষভ