কলকাতা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে আজ ব্রিগেডে তৃণমূলের (TMC) ডাকে জনগর্জন সভার (Jonogorjon Sabha) আয়োজন। বড় মিছিল করে ব্রিগেডে যান তৃণমূল কর্মী, সমর্থকরা। সেই সভা থেকেই বিরোধীদের উৎখাতের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সভামঞ্চের সঙ্গে সংযুক্ত র‍্যাম্প থেকেই জনতার উদ্দেশে প্রণাম সারেন অভিষেক। মুষ্টিবদ্ধ হাত তুলে লড়াইয়ের ডাকও দেন। এরপরই বক্তব্য থেকে বিজেপিকে কড়া নিশানা ডায়মন্ডহারবারের সাংসদের।             

  


এদিনের ব্রিগেড মঞ্চ থেকে অভিষেক বলেন, '২ সপ্তাহর থেকেও কম ব্যবধানে ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিগত দিনে ব্রিগেডে যে জনসভা হয়েছে, তৃণমূল ছাড়া সবার ৬ মাস সময় লাগে। বিজেপির কাছে সব আছে, তৃণমূলের সঙ্গে মানুষ আছে। আগামীর রায়, স্বৈরাচারীদের বিদায়'। 


এরপরই অভিষেকের নিশানায় নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'দিল্লি থেকে বহিরাগত এসে বলছেন 'মোদি কি গ্যারান্টি',  আগে চোর চুরি করে  জেলে যেত, এখন বিজেপিতে যায়, এটাই মোদির গ্যারান্টি। ভোটে জিতলে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছিলেন, মানুষ জানে তাঁরা কী পেয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘোষণা করেছেন, সব পেয়েছে মানুষ'।


জনগর্জন সভা থেকেই এরপর অভিষেকের প্রশ্ন- 'এবার বাংলা ঠিক করুক, কোন গ্যারান্টি বাংলা চায়, মোদি না দিদি?' যারা আমাদের মুখের ভাষা বোঝে না, তাঁরা আমাদের মনের ভাষা বুঝবে?'                     


আরও পড়ুন, তৃণমূলের তালিকায় থাকতে না-ও পারেন নুসরত? প্রার্থী হতে পারেন এক প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী, কে তিনি?


কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন, 'মনে রাখবেন বাংলার সরকার গ্যারান্টি দিলে সেটা গ্যারান্টি হয়। আর দিল্লির সরকার গ্যারান্টি দিলে সেটা বর্জন হয়ে যায়। নির্বাচন এলে গ্যাস বেলুন। নির্বাচন গেলেই চুপসে যায়। হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান আগামী ২-৩ বছরের মধ্যে আমরাই করব। কেন্দ্র কিছুই করে না। আমরাই করে দেব। বিজেপি এখানে এসে বলছে, আবাসে না কি আমরা টাকা খেয়েছি। ৪৩ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি। মনে রাখবেন জমিটাও আমরা দিচ্ছি। আবার বলছি। মে মাস পর্যন্ত অপেক্ষা করব। তারপর ১১ লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব। ফেজ বাই ফেজ। দিল্লির কাছে ভিক্ষে চাইব না।'