কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকেই তৃণমূলের প্রার্থীতালিকা (TMC Candidate List 2024) প্রকাশ। রাজ্যের ৪২টি আসনেরই প্রার্থীতালিকা প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোন আসনে তৃণমূলের কোন প্রার্থী? সেই ঘোষণা করবেন খোদ তৃণমূল নেত্রী, খবর সূত্রের। এমনটা হলে এই প্রথমবার ব্রিগেডের সভা থেকে তৃণমূলের প্রার্থী ঘোষণা হবে।


তৃণমূলের প্রার্থী তালিকায় কী চমক? বাদ পড়বেন কারা? নতুন মুখ কারা? আর কিছুক্ষণের অপেক্ষা।


আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা (TMC Jonogron Sabha)। এই প্রথম তৃণমূলের ব্রিগেডে থাকছে র‍্যাম্প। মূল মঞ্চের পাশে রয়েছে আরও ২টি মঞ্চ। মূল মঞ্চের সঙ্গে তৈরি হয়েছে ৩২০ ফুট লম্বা র‍্যাম্প। এর ডান ও বাঁ দিকে আরও দু-টি ছোট র‍্যাম্প থাকছে। বক্তব্য রাখার সময় হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন নেতা-নেত্রীরা। মূল মঞ্চের ব্যাকগ্রাউন্ডে রয়েছে LED স্ক্রিন।


জনগর্জন সভা থেকেই প্রার্থীতালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই প্রার্থীদের সঙ্গে কর্মীদের পরিচয় করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, এবারের প্রার্থীতালিকায় চমক থাকছে। পুরনো বেশ কয়েকজন প্রার্থী যেমন থাকছেন, তেমনই বেশ কয়েকজন মহিলা অরাজনৈতিক ব্যক্তিত্বও চূড়ান্ত প্রার্থীতালিকায় জায়গা পেতে চলেছেন বলে সূত্রের খবর।


অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে প্রার্থীতালিকা ঘোষণা করেছেন। এবার প্রথমবারের জন্য ব্রিগেড থেকে ৪২ আসনের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা ঘোষণা করা হবে। সূত্রের খবর, যাঁরা প্রার্থী হতে চলেছেন তাঁরা মঞ্চের পিছনে এসে রয়েছেন। প্রার্থী ঘোষণা হওয়ার পর তাঁদের সামনে এনে পরিচয় করিয়ে দেওয়া হবে।


দক্ষিণ কলকাতায় কি মালা রায় প্রার্থী থাকছেন? না কি নতুন চমক। সূত্রের খবর, দেশের একজন প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী তৃণমূলের প্রার্থী হতে চলেছেন। সেক্ষেত্রে তাঁকে কি দক্ষিণ কলকাতায় প্রার্থী করা হবে? সেই প্রশ্ন থাকছে। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে পারেন। সৌগত রায় কি আবার প্রার্থী হবেন? নজর রয়েছে সেখানেও। বসিরহাটে নজর রয়েছে, সেখানকার সাংসদ নুসরত জাহান এবার প্রার্থী হচ্ছেন না বলেই তৃণমূল সূত্রের খবর, সেখানে এবার কে প্রার্থী হচ্ছেন, সেদিকে নজর রয়েছে।  একই আলোচনা চলছে যাদবপুর লোকসভা কেন্দ্র নিয়েও। সেখানে এবার মিমি চক্রবর্তী সরে গেলে তাঁর জায়গায় কে আসবে, সেই আলোচনাও চলছে।

সম্ভাব্য প্রার্থী:
ভোটে তৃণমূলের প্রার্থী হতে পারেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ
তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা: সায়নী ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়
ভোটে এবারও প্রার্থী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়
তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় অর্জুন সিং
ভোটে এবারও প্রার্থী হতে পারেন শত্রুঘ্ন সিন্হা, খবর সূত্রের 


উত্তর প্রদেশ, মেঘালয় ও অসমের মোট চার প্রার্থীর নামও এ দিন ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর প্রদেশ ও মেঘালয় থেকে ১ জন করে এবং অসম থেকে ২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে সূত্রের খবর।


'বাংলার বঞ্চনা'- এটাই তৃণমূলের ব্রিগেডের মূল ফোকাস। বিজেপিকে বাংলা বিরোধী হিসেবে তুলে ধরবে তৃণমূল। প্রধানমন্ত্রীর আক্রমণের জবাবও দেবেন মমতা বন্দ্য়োপাধ্যায়, খবর সূত্রের। 


আরও পড়ুন: তৃণমূলের জনগর্জনে ব়্যাম্প-চমক! জনসংযোগের নয়া কৌশল?