উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : হকের চাকরির দাবিতে আন্দোলন। ঝড়-জল-গরম থেকে শীত। আরও একবার গড়িয়ে এবার হাজার দিন। এসএলএসটি-র চাকরিপ্রার্থীদের (SLST Job Seekers) আন্দোলন পড়েছে হাজার দিনে। এর মাঝেই মাথা মুড়িয়ে প্রতিবাদের ঝাঁঝ বাড়িয়েছেন তাঁরা। আর পুরোদমে জারি আন্দোলনমঞ্চে হঠাৎই হাজির হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে দেখেই উঠল 'চোর চোর' স্লোগান। 


চাকরিপ্রার্থীদের (Job Seekers) একাংশ তাঁর বিরুদ্ধে স্লোগান দিলেও কুণাল ঘোষকে ঘিরে দেখা যায় চাকরিপ্রার্থীদের ভিড়। কৌস্তভ বাগচীকে সঙ্গে নিয়ে ধর্নামঞ্চে যান তিনি। বিজেপি, বাম, কংগ্রেসের পর এবার চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে যায় তৃণমূল কংগ্রেস (TMC)। ধর্নামঞ্চে গিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, 'কারও কথায় আসিনি, মাথা কামানোর ছবি দেখে এসেছি। চাকরিপ্রার্থী চুল কেটে ফেলছেন, টেলিভিশনে দেখলাম, এ দৃশ্য দেখতে পারছি না'। 


ধর্নামঞ্চেই চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, সোমবার বিকেল ৩ টেয় ৭ জন চাকরিপ্রার্থীকে নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে যেতে চান কুণাল ঘোষ। তৃণমূলের নেতার বার্তা, 'আমরাও সবাই চাই জট কাটুক, ওদের সঙ্গে আমার কথা হয়। মানবিকতার খাতিরে কথা বলতে এসেছি, জটটা কিন্তু খুলছে। কীভাবে জটিলতা কাটানো যায়, তা নিয়ে শিক্ষামন্ত্রীকে বলেছি। পাপ যদি কেউ করে থাকে, এই সরকারই প্রায়শ্চিত্ত করবে। মুখ্যমন্ত্রীও চান জট কাটুক, চাকরি পান, তাই আলোচনা চাই'। যা নিয়ে অবশ্য কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, 'এই সরকারই পাপ করেছে।'


ধর্নামঞ্চে চুল কেটে প্রতিবাদ নিয়ে অবশ্য কটাক্ষ করেছিলেন সৌগত রায়। তিনি বলেন, নাটকীয় মাত্রা দেওয়ার জন্য এসব করা হয়। যদিও কুণাল ঘোষ ধর্নামঞ্চে পৌঁছলে তাঁকে নিয়ে ক্ষোভপ্রকাশ করা হলেও পরে অবশ্য তাঁর আশ্বাসে আস্থা রাখছেন চাকরিপ্রার্থীরা।                                                                                 


 


আরও পড়ুন- রাস্তায় ১০০০ দিন ! মাথা কামিয়ে বেনজির প্রতিবাদ SLST মহিলা চাকরিপ্রার্থীর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।