সোমনাথ মিত্র, হুগলি: অসময়ে টানা বৃষ্টির (Rain) জেরে এবার দাম বাড়ল আলুর (Potato)। পাইকারি বাজারে বস্তা পিছু আলুর দাম বাড়ল ১৫০ টাকা। দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টির ফলে ক্ষতির সম্মুখীন হয়েছেন আলু চাষিরা।                                             


তাঁদের দাবি, যে জমিগুলোতে আলু বসানো হয়ে গেছে, সেই জমির আলু বীজ সমস্তটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর যে জমিতে আলু এখনও বসানো হয়নি, সেখানে চাষ এক সপ্তাহেরও বেশি পিছিয়ে যাবে। এই পরিস্থিতিতে সিঙ্গুরের রতনপুরে পাইকারি বাজারে জ্যোতি আলু বস্তা পিছু বিক্রি হচ্ছে ৮৫০ টাকা করে। চন্দ্রমুখী বিকোচ্ছে বস্তা পিছু ১০৫০ টাকায়।                                        


চাষিদের অনেকেই ঋণ নিয়ে আলু চাষ শুরু করেছিলেন।কিন্তু, বৃষ্টিতে জমি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে মাথায় হাত পড়েছে কৃষকদের।এদিকে,  টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন আলু চাষিরা। নতুন করে বীজ কিনতে গিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। শুরু হয়েছে ব্য়াপক কালোবাজারি। সূত্রের খবর, ইতিমধ্যেই পূর্ব বর্ধমানে ৫১ হাজার হেক্টরের বেশি জমিতে আলু চাষ করা হয়েছিল। কিন্তু, টানা বৃষ্টিতে ৪৬ হাজার হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তৈরি হয়েছে আলুর বীজের আকাল। চাষিদের অবিযোগ, যে আলুর বীজ বস্তা প্রতি ১৪০০-১৫০০টাকায় বিক্রি হত, এখন তার দাম ২৮০০-৪০০০টাকা/বস্তা। তাও সব দোকানে মিলছে না। জেলা প্রশাসন সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।                                                               


এদিকে, আলুর পাশাপাশি দাম বেড়েছে ডিমেরও। এবার মিগজাউমের প্রভাব পড়ল ডিমের দামে। ফের ঊর্ধ্বমুখী হল ডিমের দাম। কলকাতায় এক পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে ৭ টাকায়। আর এতে পকেটে টান পড়ছে মধ্যবিত্ত ক্রেতাদের। 


আরও পড়ুন, সাধারণের মাথায় হাত ! এক লাফে বেড়ে গেল ডিমের দাম


কলকাতার বিভিন্ন বাজারে এক পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে ৭ টাকায়। কিন্তু কেন এই পরিস্থিতি?  ব্যবসায়ীদের বক্তব্য, রাজ্যের পোলট্রি ফার্মগুলি থেকে যে ডিম আসে, তাতে এ রাজ্যের চাহিদা পূরণ হয় না। অতিরিক্ত ডিমের জন্য নির্ভর করতে হয় অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানার ওপর। 


কিন্তু, ঘূর্ণিঝড়ের প্রভাবে পরিবহণ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় কমেছে জোগান। তার ফলে বেড়েছে ডিমের দাম। পেঁয়াজের দাম আগেই বেড়েছিল। টানা বৃষ্টি জেরে বেড়েছে আলুর দাম। এর মধ্যে ডিমও যদি আয়ত্তের বাইরে চলে যায়, তাহলে খাব কী?  তবে এবার মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আলুর দামও ফের বাড়ল।