লখনউ: রাজস্থানের বিরুদ্ধে স্লো ওভার রেট, আর্থিক জরিমানা কে এল রাহুলের (K L Rahul)। জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে ২৬তম ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের জন্য লখনউ সুপারজায়ান্টসের (Lucknow Supergiants) অধিনায়ককে অভিযুক্ত করা হয়েছে। আইপিএলের (IPL 2023) তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ''লখনউ সুপারজায়ান্টস দলের অধিনায়ক কে এল রাহুলকে আর্থিক জরিমানা করা হয়েছে। তাঁর দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য তাঁদের অধিনায়ককে এই আর্থিক জরিমানা করা হল। চলতি মরসুমে এই প্রথম এই শাস্তি পেলেন রাহুল। আর্থিকভাবে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। এরপর যদি ফের একই ভুল করেন তিনি। তবে হয়ত আরও কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে ডানহাতি এই তারকা ব্যাটারকে। 


উল্লেখ্য, ষোড়শ আইপিএলে একের পর এক ম্যাচের ফয়সালা হচ্ছে শেষ ওভারে। বুধবার রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস (RR vs LSG) ম্যাচেও সেই ছবি বদলাল না। প্রথমে ব্য়াট করে লখনউ তুলেছিল ১৫৪/৭। যে স্কোর দেখে সকলে ধরেই নিয়েছিলেন যে, ম্যাচ জিতবে রাজস্থান। মরুরাজ্যের শুরুটাও হয়েছিল দারুণ ভাবে। ১১.৩ ওভারে ৮৭ রান যোগ করে ফেলেছিলেন দুই ওপেনার যশস্বী জয়সবাল ও জশ বাটলার। 


কিন্তু তারপরই লখনউ বোলারদের প্রত্যাঘাত। ২০ ওভারে ১৪৪/৬ স্কোরে আটকে গেল রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে হার মানতে হল সঞ্জু স্যামসনদের। মাত্র ১০ রানে ম্যাচ জিতে নিল কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।


টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস আটকে যায় ১৫৪/৭ স্কোরে। ম্যাচ জিততে ১৫৫ রান তুলতে হতো রাজস্থানকে। কিন্তু লক্ষ্যপূরণের আগেই আটকে যান সঞ্জু স্যামসনরা।


টস জিতে লখনউকে প্রথমে ব্যাটিং করতে পাঠানোর সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক। সঞ্জু স্যামসন বলেছিলেন, পিচ দেখে ভাল মনে হচ্ছে। দলে একটিই পরিবর্তন করেন তিনি। অ্যাডাম জাম্পার পরিবর্তে খেলান ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে। লখনউ অধিনায়ক কে এল রাহুল বলেছিলেন, টস জিতলে তিনিও প্রথমে ফিল্ডিংই নিতেন। তবে এদিনও সুযোগ পাননি কুইন্টন ডি'কক। পরিবর্তে সুযোগ দেওয়া হয় নিকোলাস পুরানকে। ওপেনিংয়ে নেমেছিলেন কাইল মেয়ার্স।


আরও পড়ুন: বছর দুই পর ফের আরসিবির নেতৃত্বে বিরাট কোহলি