কলকাতা: নিয়োগ দুর্নীতিতে নাম উঠে আসছে দলের একের পর এক নেতার। তা নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। দলের অন্দরের অসন্তোষও চলে এসেছে প্রকাশ্যে। কিন্তু এমন সময়ে তাঁর অনুপস্থিতি নজর কাড়ছে সকলের। সিবিআই-ইডি এড়াতেই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সময়টিকে বিদেশযাত্রার জন্য বেছে নিয়েছেন বলে দাবি তুলছেন বিরোধী শিবিরের কেউ কেউ। সেই নিয়ে এ বার জবাব দিতে এগিয়ে এলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। চোখের চিকিৎসা করাতেই এই মুহূর্তে অভিষেক আমেরিকায়, তার সপক্ষে 'প্রমাণ' পেশ করলেন তিনি।  


শনিবার নিজের ট্যুইটার হ্যান্ডলে অভিষেকের একটি ছবি পোস্ট করেন কুণাল। তাতে অভিষেকের চোখের মণির চারদিক লাল টকটকে হয়ে থাকতে দেখা গিয়েছে। চোখের নিচের অংশ ফোলা এবং ক্ষতের দাগও বোঝা যাচ্ছে স্পষ্ট, যা অস্ত্রোপচারের দাগ বলে ঠাহর হয়। অভিষেকের ওই ছবি পোস্ট করে কুণাল লেখেন, ‘চোখের চিকিৎসা এবং অস্ত্রোপচারের জন্যও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন কিছু অমানবিক লোকজন। ওঁদের দেখা উচিত, অভিষেকের চোখের কী অবস্থা। একটি দুর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল ওঁর চোখ। ওঁর অস্ত্রোপচার হয়েছে। এই মুহূর্তে পর্যবেক্ষণে রয়েছেন। ওঁর দ্রুত আরোগ্য এবং চোখ স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এই প্রার্থনাই করি’।



কুণালের ওই ট্যুইটের পরই এ দিন অভিষেকের আরোগ্য কামনা করতে দেখা যায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও।  তিনি লেখেন, 'অভিষেকের দ্রুত আরোগ্যর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। উনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। বহু দিন ধরে ভুগছেন। দলের সাধারণ সম্পাদকের দ্রুত আরোগ্য কামনায় এগিয়ে আসা উচিত তৃণমূল কর্মীদের'।


আরও পড়ুন: ৩০ দিনের বেশি গৃহহীনদের ৫ লক্ষ, ভাড়াটেদের ১.৫ লক্ষ, বউবাজারে ঘোষণা ফিরহাদের


২০১৬ সালে পথ দুর্ঘটনায় পড়েন অভিষেক। মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উল্টে যায় অভিষেকের গাড়ি। সেই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নিচের হাড়টি ভেঙে যায়। সেই থেকে দীর্ঘ দিন চোখ নিয়ে ভুগছেন অভিষেক। এর আগে চোখের চিকিৎসায় দুবাইও যান তিনি। একাধিক বার চোখে অস্ত্রোপচারও হয়েছে। গত বুধবার আমেরিকার হাসপাতালে ফের তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে হলে জানালেন কুণাল। 



এ দিন ফেসবুকেও অভিষেকের অবস্থা নিয়ে মুখ খোলেন কুণাল। তিনি লেখেন, 'যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসায় অভ্যস্ত, এমনকি তাঁর চোখের চিকিৎসা নিয়েও নানা কথা রটান, তাঁরা ভাল করে ছবিটি দেখুন। ওঁর চোখের আজকের অবস্থা। একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ছিল অভিষেক। চোখে ভয়ঙ্কর চোট। কলকাতায়, ভারতের অন্যত্র চিকিৎসা করিয়েছে। সমস্যা কাটেনি। বে শিক্ষণ পড়লে চোখে ব্যথা হয়, মাথা যন্ত্রণা শুরু হয়, কখনও কখনও ঘুমোতে পারে না। এত জটিল অবস্থা যে একাধিক জায়গায় চিকিৎসা করেও স্বাভাবিকতা ফেরেনি। তাই এখন আর একবার চেষ্টা। আমেরিকায় অস্ত্রোপচার। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন'।