কোচবিহার: একযোগে সরব বিরোধী শিবির। দুর্নীতির অভিযোগে জেরবার দল (TMC)। তার মধ্যেই এ গিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। সেই আবহে গ্রামে গ্রামে জনসংযোগ গড়ে তোলাই লক্ষ্য। সেই মতো জনসংযোগ যাত্রার সূচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী দুই মাস জেলায় জেলায় ঘুরবেন তিনি। অভাব-অভিযোগ শুনবেন সাধারণ মানুষের। পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়েও মতামত নেবেন সকলের। তাকে ঘিরে বিস্তর আয়োজন চোখে পড়ল।
অভিষেকের সঙ্গে এই সফরে রয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা
মঙ্গলবার কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করলেন অভিষেক। আগামী দুই মাস রাস্তাতেই থাকবেন বলে জানিয়েছেন তিনি। রাত কাটাবেন তাঁবুতে। তেমনই বন্দোবস্ত চোখে পড়ল জেলায়। অভিষেকের সঙ্গে এই সফরে রয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। জেলা নেতৃত্বের পাশাপাশি বিশিষ্ট জনেরাও এই জেলা সফরে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন অভিষেক।
তার আয়োজন দেখতে কোচবিহারে পৌঁছেছে এবিপি আনন্দ। সেখানে পৌঁছে দেখা গেল, অভিষেকের জন্য তৈরি হয়েছে দুধসাদা রঙের পিরামিড আকৃতির তাঁবু। এই তাঁবুগুলির এক একটির উচ্চতা ১০ ফুট। ৩০ ফুট জায়গা জুড়ে বসানো হয়েছে তাঁবু। মেঝেয় পাতা রয়েছে কার্পেট। তার ভিতরে থাকছে ক্যাম্প খাট, চেয়ার এবং স্ট্যান্ড ফ্যান। এই তাঁবুতেই রাত কাটাবেন অভিষেক। পাশে দাঁড় করানো রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ক্যারাভান। সেখানে বসার জায়গা ছাড়াও রয়েছে রান্নার ব্যবস্থা এবং শৌচাগারও।
এ ছাড়াও, তৈরি রাখা হয়েছে তৃণমূলে নবজোয়ার এবং জনসংযোগ যাত্রা লেখা খোলা ছাদের বাস। ওই বাসে চড়ে রোড শো করবেন অভিষেক। ২৭ এপ্রিল তুফানগঞ্জ থেকে রোড শো করে রওনা দেবেন আলিপুরদুয়ারেের উদ্দেশে।
এই জনসংযোগ যাত্রা নিয়ে যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, "মমতার তৃণমূল হয়ত উঠে গিয়েছে। দলে পুরনো লোক আর কে কে আছে, হয়তো সেটাই দেখতে গিয়েছেন। আলেকজান্ডার যেমন ভারত অভিযানে এসেছিলেন লোক-লস্কর, হাতিঘোড়া নিয়ে। উত্তরবঙ্গে ছিলাম আমি। শুনলাম এক একটি তাঁবুর জন্য ২৫ হাজার টাকা খরচ হয়েছে। অর্থাৎ লক্ষ লক্ষ চাকা খরচ করছে।"
জনসংযোগ যাত্রার সূচনায় বিপুল সাড়া মিলতে দেখা গেল
তবে মঙ্গলবার জনসংযোগ যাত্রার সূচনায় বিপুল সাড়া মিলতে দেখা গেল। ছোটরা হুমড়ি খেয়ে পড়েন অভিষেকের সঙ্গে সেলফি তুলতে। পথে এক শিশুকে নিজেই কোলে তুলে নেন অভিষেক। গাড়ি থাকলেও, মানুষের ভিড় দেখে হেঁটে রওনা দেন তিনি। ভিড়ের মধ্যে গিয়ে কথা বলেন। অভাব-অভিযোগ শোনেন। সমাধানের আশ্বাস জোগান সকলকে।