কৃষ্ণেন্দু অধিকারী, দিনহাটা: জনসংযোগ যাত্রার (Janasanyog Yatra) শুরুতেই মিলল ব্যাপক সাড়া। মানুষের ভিড়ে মিশে গেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোথাও তাঁর সঙ্গে সেলফি তুলতে ছুটে এল কম বয়সিরা। কোথাও আবার শিশুকে নিজের কোলে তুলে নিলেন অভিষেক। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তুলতে শোনা গেল অভিষেককে (TMC)।
মঙ্গলবার জনসংযোগ যাত্রার সূচনা করলেন অভিষেক
পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার জনসংযোগ যাত্রার সূচনা করলেন অভিষেক। কোচবিহারের দিনহাটা থেকে যাত্রা শুরু করলেন তিনি। গীতালদহে BSF-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। মাধাইখাল কালী মন্দিরে পুজো দেন। সেখানে অভিষেকের কানের পিছনে জবাফুলও দেখা যায়।
অভিষেককে সামনে পেয়ে এ দিন অভাব-অভিযোগের কথা জানাতে এগিয়ে আসেন সাধারণ মানুষ। তাঁদের আশ্বাস্ত করেন অভিষেক। কথা বলতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ টানেন। জানান, আবাস যোজনা থেকে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তার পরও সাধারণ মানুষের প্রয়োজন মেটানোর চেষ্টা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Dilip Ghosh: জনসংযোগ যাত্রায় অভিষেক, আলেকজান্ডারের প্রসঙ্গ টানলেন দিলীপ
এ দিন গাড়ি নিয়েই বেরিয়েছিলেন অভিষেক। কিন্তু মানুষের ঢল নামতে দেখে পায়ে হেঁটেউই এগিয়ে যান। সাধারণ মানুষের ভিড়ে মিশে যান। সকলের অভাব-অভিযোগ শোনেন। আশ্বাস দেন সমস্যা সমাধানের। অভিষেকের সফরে তৃণমূলের মহিলা কর্মীদের ভিড়ও চোখে পড়ার মতো। সফরে কোচবিহারে রয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহও। সেখানে সভায় ভাষণও দেন অভিষেক।
শান্তিপূর্ণ এবং অবাধ পঞ্চায়েত নির্বাচনের সপক্ষে সওয়াল অভিষেকের
এ দিন অভিষেক বলেন, "আগামী পাঁচ বছর পঞ্চায়েতের কথা মাথায় রেখেই এই যাত্রা। কোনও শাসকদল এভাবে রাস্তায় নামে না। আমরা এসেছি আপনারা পঞ্চায়েতে কাকে প্রার্থী চান জানতে এসেছি। মানুষের ভোট নিয়ে, ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়, আপনাদের মতামত জানতে এসেছি আমরা।" আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ এবং অবাধ করতে হবে বলেও এ দিন মন্তব্য করেন অভিষেক।
জেলা নেতৃত্বের সুপারিশে নয়, মানুষের পছন্দকে অগ্রাধিকার দিয়ে প্রার্থী নির্বাচন করা হবে বলে আগেই জানিয়েছিলেন অভিষেক। এ দিন ফের সেই আশ্বাসই দেন তিনি। বলেন, "নিজের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, বাসস্থানের দাবিতে পঞ্চায়েতে ভোট দিন। প্রার্থী বেছে নেওযার অধিকার আপনাদের। আমরা চাই শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক নির্বাচন। মানুষ যাকে প্রার্থী চাইবেন, তৃণমূল তাকেই জয়ী করে পঞ্চায়েতে নিয়ে আসবে। পাঁচ বছর দলমত নির্বিশেষে আপনাদের পাশে থাকবে এমন মানুষকে প্রার্থী করবেন। পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান কে হবেন, ঠিক করবেন আপনারা।" তৃণমূল মানুষের পঞ্চায়েত গড়তে চায় বলে মন্তব্য করেন অভিষেক।