কলকাতা: দিল্লি রওনা দেওয়ার আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  বিষ্ণুপুরে ভারী বৃষ্টিতে দেওয়াল ভেঙে পড়ে যে তিন শিশুর মৃত্যু হয়েছে, তার জন্য সরাসরি বিজেপি এবং কেন্দ্রে তাদের সরকারকে দায়ী করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও, কেন্দ্র টাকা আটকে রাখায় তাঁদের পাকা বাড়ি হয়নি। বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছেন যাঁরা তাঁদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে বলে মন্তব্য করলেন অভিষেক। (TMC Delhi Chalo)


১০০ দিনের কাজ, আবাস, সড়ক যোজনার প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে দিল্লিতে দু'দিনের ধর্না এবং আন্দোলন কর্মসূচি রয়েছে তৃণমূলের। রবিবার সেই মতো দিল্লি রওনা দেন অভিষেক। তার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। দেওয়াল চাপা পড়ে মৃত তিন শিশুর পরিবারের লোকজনও সেখানে তাঁর সঙ্গে ছিলেন। তাঁদের পাশে নিয়ে অভিষেক বলেন, "দেওয়াল চাপা পড়ে মৃত্যুর দায় কাদের? বিচারব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই মৃত্যুর দায় মোদি-শাহের। রাজ্য প্রশাসনকে অনুরোধ করব, এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। প্রয়োজনে গ্রেফতার করা উচিত গিরিরাজ সিংহকে। যাঁরা টাকা আটকে রাখা করিয়েছে, দিল্লি গিয়ে টাকা বন্ধ রাখতে দালালি করেছে, গ্রেফতার করা উচিত তাঁদের। গায়ের জোরে মানুষের টাকা আটকে রেখেছে বিজেপি। এদের হাতে মানুষের রক্ত লেগে রয়েছে।"


বিষ্ণুপুরে দেওয়াল চাপা পড়ে যে তিন জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের লোকজনও এদিন অভিষেকের সঙ্গে দিল্লি রওনা দেন। অভিষেক জানান, ১০০ দিনের কাজে ১৫ দিনের মধ্যে টাকা দেওয়ার আইন রয়েছে। অথচ পরিশ্রম করেও ওই পরিবারের লোক জন কয়েকত মাস ধরে টাকা পাননি। আবাস যোজনার তালিকা সংশোধন করে রাজ্য পাঠিয়ে দেওয়ার পরও, টাকা মেটানো হয়নি। তাই এই শোকের মুহূর্তেও মৃত শিশুদের পরিবারের লোকজন এক কাপড়ে দিল্লি যেতে প্রস্তুত হয়ে গিয়েছেন বলে জানান অভিষেক।


আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, 'এই টাকা কারও পৈতৃক সম্পত্তি নয়', সরাসরি মোদিকে নিশানা অভিষেকের


নির্বাচনী লড়াইয়ে পেরে না উঠে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে, গায়ের জোরে বিজেপি টাকা আটকে রেখেছে বলে এদিন অভিযোগ করেন অভিষেক। তিনি বলেন, "আমাদের সাংসদরা গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দফতরেই ছিলেন উনি। আমাদের সঙ্গে দেখা করেননি, অথচ বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছেন। আমরা বিষ্ণুপুরে হেরে গিয়েছি। কিন্তু লক্ষঅমীর ভাণ্ডার থেকে সব সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন সেখানকার মানুষ। কাউকে বঞ্চিত করা হয়নি। বিজেপি-র এত ভয় কেন? আমাদের ট্রেন, বিমান বাতিল করা হচ্ছে। ধমকে চমকে লাভ নেইষ বকেয়া মেটাতেই হবে। কেন্দ্রের কাছে ১ লক্ষ ১৫ কোটি টাকা বকেয়া। টাকা আপনাকে দিতে হবে। দরকার হলে অনন্তকাল ধরে আন্দোলন চলবে। ক্ষমতা থাকলে দিল্লি যাওয়া আটকান।"


বাংলার প্রাপ্য টাকা আটকে রেখে কেন্দ্র স্বৈরাচারিতা করছে বলেও মন্তব্য কেরন অভিষেক। তাঁর বক্তব্য, "এদিন অভিষেক আরও বলেন, "জল, রাস্তা, বাড়ি, শিক্ষা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ থাকবে। আর ২০ হাজার কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রীর বাসভবন হবে, আর আবাসের দেড় লক্ষ টাকা পাবেন না সাধারণ মানুষ! এই স্বৈরাচারিতা থাকতে পারে না।"