কলকাতা: শাহর দিনভর বাক্যবাণের পর ময়দানে এবার তৃণমূল। তৃণমূলের সাংবাদিক সম্মেলনে তীব্র আক্রমণ শানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার এবং সাগরিক ঘোষ।
আরও পড়ুন, বঙ্গে অমিত শাহ, সস্ত্রীক জামাইষষ্ঠীতে দিলীপ, নেই স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও কর্মসূচিতে
এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আজকের দিনটা জামাইষষ্ঠী। ষষ্ঠী। ষষ্ঠী। এটা হয়তো বলতাম না। তবে এমন কথা কিছু বলে গেছেন, যে তার (অমিত শাহ) উত্তর না দিয়েও পারা যায় না। ..আমরা আগেও বলেছি, অপারেশন সিঁদুর- এই নামের বিরুদ্ধে কোনও কথা বলছি না। যখন এটা বাস্তব সত্য যে, আমাদের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ অবধি ৫টি রাষ্ট্রে ঘুরলেন, প্রতিনিধি দলে সামিল হলেন, দেশের কথা বললেন, সেই সময়টাতেই এখানে এসে আপনারা অপারেশন সিঁদুর নিয়ে, মেয়েদের সঙ্গে অপমানসূচক খেলা তৈরি করবার ? !'
মূলত এদিন অমিত শাহ বলেন, 'তোষণের সব সীমা ছাড়িয়ে গেছে তৃণমূল সরকার। পহেলগাঁওয়ে ধর্ম জেনে খুন করেছে। অপারেশন সিঁদুরে শতাধিক জঙ্গি খতম হয়েছে। কিন্তু দিদির পেটে ব্যথা হচ্ছে। দিদির হয়তো জঙ্গিদের জন্য কষ্ট হচ্ছে। দিদি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেননি, দেশের মহিলাদের ভাবনার সঙ্গে খেলা করেছেন। বাংলার মহিলাদের কাছে অনুরোধ, মমতাকে সিঁদুরের দাম বুঝিয়ে দিতে হবে, সিঁদুরের অপমানের ফল কী হয়, বুঝিয়ে দিতে হবে।'
সম্প্রতি সুকান্ত মজুমদার হুঙ্কার ছেড়ে বলেছিলেন, 'অপারেশন সিঁদুরের পর বাংলায় অপারেশন ইঁদুর হবে। তৃণমূলের যত ইঁদুর আছে সবকটা ধরে খাঁচায় বন্দি করা হবে।' এনিয়েও অমিত শাহকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন চন্দ্রিমা। বলেন,' আপনার (অমিত শাহ) যিনি রাজ্যের সভাপতি, অপারেশন বেঙ্গলের কথা বললেন, কীসের অপারেশন আমরা জিজ্ঞাসা করতে চাই।.. কী করেছেন মেয়েদের জন্য ? সিঁদুর নিয়ে রাজনীতি করছে বিজেপি।'
রাজ্য সরকারের নেতাজি ইন্ডোরে সভা করেছেন অমিত শাহ। অমিত শাহকে সভার অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বিজেপি শাসিত রাজ্যে কি এই অনুমতি মিলত? প্রশ্ন তুলেছেন তিনি। 'আর জি কর কাণ্ডে রাজ্যের পুলিশই তো অপরাধীকে ধরেছে। উন্নাও, হাথরসে কী হয়েছে? অনুপ্রবেশ নিয়ে কথা বলছেন, অনুপ্রবেশ রোখা কার দায়িত্ব। আপনি বিএসএফ-এর ব্যর্থতা প্রমাণ করে দিলেন। পহেলগাঁওয়ে জঙ্গিরা ঢুকল কীভাবে? আপনাদের ব্যর্থতার জন্য ২৬ জন মানুষের প্রাণ গেল। কেন এখনও জঙ্গিরা ধরা পড়ল না?' প্রশ্ন তুলেছে তৃণমূল।